×

আন্তর্জাতিক

চরম প্রতিশোধ নিতে ১৩ বিকল্প চিন্তা ইরানের!

Icon

nakib

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৭:১৮ পিএম

চরম প্রতিশোধ নিতে ১৩ বিকল্প চিন্তা ইরানের!
চরম প্রতিশোধ নিতে ১৩ বিকল্প চিন্তা ইরানের!
কাসেম সোলাইমানির জনাজা শেষ করে হত্যার প্রতিশোধ নিয়ে ভাবতে শুরু করেছে ইরান। ‘ঐতিহাসিক দুঃস্বপ্নে’র মতো প্রতিশোধ নিতে ১৩ টি বিকল্প পরিকল্পনার কথা ভাবছে ইরান। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলি সামখানি জানায় শুধু এক ধরণের অভিযানের মাধ্যমে কাসেম সোলাইমানির প্রতিশোধ গ্রহণ করা হবে না। তিনি জানান নেতারা ১৩টি অপশন নিয়ে কথা বলেছেন। যদি সবাই একমত হোন তাহলে আমেরিকার জন্যে একটি ঐতিহাসিক দুঃস্বপ্ন অপেক্ষা করছে। তবে কোন কোন বিকল্প নিযে আলোচনা হযেছে এসব নিযে তিনি বিস্তারিত কিছু বলেন যুক্তরাজ্যের গণমাধ্যম মিররের কাছে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা হটিয়ে দেয়ার অঙ্গিকার করার একদিন পর এমন ঘোষণা আসলো ইরানের পক্ষ থেকে। তিনি বলেনে ইরানের নেতারা যে ১৩টি হামলার কথা ভাবতেছে যদি এদের মাঝে সবচেয়ে ছোট হামলারও অনুমোদন দেয়া হয় তবে তা আমেরিকার জন্য দুঃস্বপ্নের মতো হবে। তিনি বলেন এ অঞ্চল থেকে যদি মার্কিন সৈন্যরা স্বেচ্ছায় না যায় তাহলে তাদের লাশ ফেরত পাঠানো হবে। উল্লেখ্য, এর আগে রেভ্যুলুশনারী গার্ডের প্রধান হাসান সালামির পক্ষ থেকেও কঠোর ও ধ্বসাত্মক প্রতিশোধের হুমকি দেয়া হয়েছিল। তিনি বলেছিলেন জীবিত সোলাইমানি থেকে শহীদ সোলাইমানি আরো বেশী বিপদজনক। প্রতিশোধের পর মার্কিন কোন হামলা হলে ইসরাইলকে মাটির সাথে মিশিযে দেয়া হবে বলেও হুশিয়ারী দেয়া হয়। এছাড়া ইরানের সংসদে মার্কিন সেন্যদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে একটি বিল পাস করা হয়েছে। তাছাড়া কুর্দ ফোর্সের কার্যক্রম বাড়াতে নতুন করে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App