×

খেলা

কোহলিদের আক্ষেপ ঘোচানোর ম্যাচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ১০:৩৩ এএম

কোহলিদের আক্ষেপ ঘোচানোর ম্যাচ
বছরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামা হলো না কোহলিদের। গত পরশু আসামের গুয়াহাটির বারসাপুর স্টেডিয়ামে টসের পরই বৃষ্টি হানা দেয়। শেষ পর্যন্ত ম্যাচটি পুরোপুরি বাতিল বলে ঘোষণা করতেই বাধ্য হলেন ম্যাচ রেফারি। আজ ইন্দোরের হলকার স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করবে ভারত। এ ম্যাচে মালিঙ্গা বাহিনীকে ছাড় দিতে নারাজ কোহলিরা। ইনজুরি থেকে সুস্থ হয়ে এই ম্যাচ দিয়েই ফিরছেন পেসার জাসপ্রিত বুমরাহ। তার বিষয়ে আলাদা করে বলার কিছু নেই। ভারত তথা বিশ্বেরই অন্যতম সেরা এই পেসার দীর্ঘদিন পর মাঠে ফিরে ছন্দ ফিরে পান কি না, সেটি দেখতেই মুখিয়ে আছেন সবাই। তা ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে রোহিত শর্মাকে। তার অনুপস্থিতিতে ওপেনিংয়ে দেখা যাবে অভিজ্ঞ শিখর ধাওয়ান আর লোকেশ রাহুলকে। চোট কাটিয়ে এই সিরিজ দিয়েই আবারো জাতীয় দলে ফিরছেন ধাওয়ান। এ ম্যাচে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আরো একটি মাইলফলক স্পর্শের অপেক্ষায় আছেন। আজ এক রান করলেই রোহিতকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন কোহলি। এই মুহূর্তে তাদের দুজনের নামে পাশে সমান ২ হাজার ৬৩৩ রান আছে। তবে যা হোক হাত গুটিয়ে বসে নেই শ্রীলঙ্কার দলপতি লাসিথ মালিঙ্গা। আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে জিততে মরিয়া সফরকারীরা। তবে প্রথম ম্যাচ খেলতে না পারার আক্ষেপে পুড়ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কারণ গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানদের ছোট্ট একটা ভুলের কারণে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করেন ম্যাচ রেফারি। গত পরশু প্রথম ম্যাচে টস অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ে। এমন কি টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতের দলপতি। কিন্তু টসের পরই বৃষ্টি শুরু হয়। দুই এক ফোঁটা বৃষ্টির ছাঁট গায়ে লাগতেই দ্রæত পিচ ঢেকে ফেলেন মাঠকর্মীরা। এরপর বৃষ্টি থামলে পিচের উপর থেকে কভার তোলার সময় ভুল করে বসেন তারা। কভার সরিয়ে ফেলার সময় তা থেকে পানি গড়িয়ে পড়ে বাইশগজের উইকেটে। আউটফিল্ড খেলা উপযোগী করে তোলা গেলেও শেষ পর্যন্ত উইকেটের ভেজা জায়গাগুলো শুকনো করা যায়নি। মজার বিষয় হলো ভেজা পিচ শুকানোর জন্য কোহলি-মালিঙ্গাদের সামনেই হেয়ার ড্রায়ার, এয়ার হিটার, এমনকি ইলেক্ট্রিক আয়রণ ব্যবহার করে মাঠকর্মীরা। অবাক হয়ে তাদের এসব কাজ দেখতে থাকেন বিরাট কোহলি, শিখর ধাওয়ানরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App