×

আন্তর্জাতিক

ইরানকে জাতিসংঘ বৈঠকের ভিসা দিতে অস্বীকৃতি

Icon

nakib

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৫:৫৭ পিএম

ইরানকে জাতিসংঘ বৈঠকের ভিসা দিতে অস্বীকৃতি

ছবি- ইন্টারনেট

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে যোগ দিতে ইরানের প্রররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ যাভাদ জারিফকে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ইরানের সর্বোচ্চ সামরিক কামান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনার মাঝেই এমন সিদ্ধান্ত আসলো। ১৯৪৭ সালের জাতিসংঘ চুক্তি অনুযায়ি কূটনৈতিকদের জাতিসংঘে আসতে ভিসা দিবে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও বৈদেশিক নীতি অনুযায়ি তারা ভিসা দিতে অস্বীকৃতি জানাতে পারে। তবে এ বিষয়ে জাতিসংঘ থেকে এখনো কোন মন্তব্য করা হয়নি। সোলাইমানির হত্যাকাণ্ডে আগেই জারিফের আমেরিকা যাওয়ার শিডিউল করা হয়েছিল। তবে জাতিসংঘে বিশ্বের সামনে সোলাইমানি হত্যাকাণ্ড নিয়ে ইরান সোচ্চার হতে পারে ভেবে ভিসা বাতিলের এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App