×

অপরাধ

আলপনা এঁকে ঢাবিতে ধর্ষণের প্রতিবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৪:২১ পিএম

আলপনা এঁকে ঢাবিতে ধর্ষণের প্রতিবাদ

ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে আলপনা। ছবি: ভোরের কাগজ

আলপনা এঁকে ঢাবিতে ধর্ষণের প্রতিবাদ

ছবি: ভোরের কাগজ।

আলপনা এঁকে ঢাবিতে ধর্ষণের প্রতিবাদ

ছবি: ভোরের কাগজ।

আলপনা এঁকে ঢাবিতে ধর্ষণের প্রতিবাদ

ছবি: ভোরের কাগজ।

আলপনা এঁকে ঢাবিতে ধর্ষণের প্রতিবাদ
আলপনা এঁকে ঢাবিতে ধর্ষণের প্রতিবাদ

ছবি: ভোরের কাগজ।

আলপনা এঁকে ঢাবিতে ধর্ষণের প্রতিবাদ

ছবি: ভোরের কাগজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে রোকেয়া হল পর্যন্ত আলপনা এঁকেছে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ আলপনা আঁকা শুরু হয়। এতে ধর্ষকের রক্তাক্ত হাত, বিকৃত চেহারাসহ বিভিন্ন গ্রাফিতি স্থান পেয়েছে।

আলপনাটির প্রথম অংশে দেখানো হয়েছে একটি পুরুষ অবয়ব। আর তার বুকের মধ্যখান থেকে বেরিয়ে যাচ্ছে একটি সাদা পায়রা। অর্থ্যাৎ, ধর্ষকের মধ্য থেকে শান্তির প্রতীক পায়রা বেরিয়ে গেছে, তাই তারা আজ ধর্ষক। অবয়বটির নিচের অংশে রয়েছে কাটাতারের ছবি, যা বোঝাচ্ছে ধর্ষকের বিবেক কাটাতারে বন্দি।

[caption id="attachment_193575" align="aligncenter" width="687"] ছবি: ভোরের কাগজ।[/caption]

আলপনাটির দ্বিতীয় অংশে ফুটিয়ে তোলা হয়েছে একজন নারী ও পুরুষের অবয়ব। পুরুষের চোখ করে দেয়া হয়েছে রক্তবর্ণ। ছবিটির উপরে লেখা হয়েছে আমি বাংলাদেশ, আমি লজ্জিত। তার নিচেই ইংরেজীতে লেখা হয়েছে, 'নো মিনস নো' অর্থাৎ, না মানে না। এখানে মূলত ধর্ষনের বিরুদ্ধে না বলা বোঝাচ্ছে।

আরপনাটির তৃতীয় অংশে রয়েছে ৪ টি ছবি। এর একটিতে রয়েছে ধর্ষকের কালো হাত। আরেকটিতে পুরুষের চিহ্ন যা নারী চিহ্নটিকে আঘাত করছে। তৃতীয় ছবিটিতে রযেছে একটি নারীর হাতকে চেপে ধরেছে ধর্ষকের একটি কালো হাত। এ অংশের সর্বশেষ ছবিতে ধর্ষকের একটি দানবীয় মুখমন্ডল আঁকা হয়েছে এবং উপরে লেখা হয়েছে, 'হোক কলরব'। এখানে কলরব বলতে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহববান জানানো হয়েছে।

[caption id="attachment_193576" align="aligncenter" width="687"] ছবি: ভোরের কাগজ।[/caption]

আলপনাটির এর পরের অংশে রয়েছে ধর্ষকের বড় একটি কালো হাত। এর নিচেই ইংরেজিতে লেখা রয়েছে, স্টপ রেপ কালচার। অর্থাৎ, ধর্ষণের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তা এখনই বন্ধ করতে হবে। এর নিচেই রয়েছে ছোট আরেকটি হাতের ছবি। আর তার পাশেই লেখা হয়েছে, 'হোক প্রতিরোধ'। অর্থাৎ, শুধু প্রতিবাদ নয়, ধর্ষণকে প্রতিরোধও করতে হবে।

[caption id="attachment_193577" align="aligncenter" width="687"] ছবি: ভোরের কাগজ।[/caption]

আলপনাটির তার পরের অংশেই জুড়ে দেয়া হয়েছে নারীর মুখমন্ডলের বড় একটি চিত্র। তার পাশেই ধর্ষকের বড় নখর যুক্ত একটি হাত। ছবিটির উপরে লেখা, 'জাগো নারী, জাগো বহ্নিশিখা'। অর্থাৎ, ধর্ষণের বিরুদ্ধে নারীদের জেগে উঠার আহ্বান জানানো হয়েছে এ ছবিটিতে।

[caption id="attachment_193578" align="aligncenter" width="687"] ছবি: ভোরের কাগজ।[/caption] [caption id="attachment_193579" align="aligncenter" width="687"] ছবি: ভোরের কাগজ।[/caption]

আল্পনার একদম শেষ অংশে ফুটিয়ে তোলা হয়েছে একজন ধর্ষকের চিত্র। এবং তার যৌনাঙ্গ থেকে ঝরে পড়ছে রক্ত।

[caption id="attachment_193580" align="aligncenter" width="687"] ছবি: ভোরের কাগজ।[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App