×

জাতীয়

আদালতেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৭:৫৪ পিএম

বর্তমান সরকারের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আলোচনার মাধ্যমে আমরা দ্বিপাক্ষিক সমস্যা সমাধান করতে চাই। এটি আমাদের দুর্বলতা নয়, কৌশল। এ কারণেই মায়ানমারের দিক থেকে নানা উসকানিসত্ত্বেও আমরা সে ফাঁদে পা দেইনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দেয়া ভাষণে চতুর্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সঙ্কট সমাধানের পথ থেকে আমরা সরে যাইনি। রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে মামলা হয়েছে। আমরা আশা করছি, এই আদালত থেকে আমরা একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে পাবো।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ তার প্রতিবেশি দেশ ও বহির্বিশ্বের সঙ্গে সব সময়ই সুসম্পর্ক বজায় রেখে চলার নীতিতে বিশ্বাসী। জাতির পিতা প্রণীত পররাষ্ট্র নীতির সারকথা - সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়- এর ভিত্তিতেই আমাদের পথচলা। বিশেষ করে প্রতিবেশিদের সঙ্গে আমরা সুসম্পর্ক ও সৌহার্দ্য বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App