×

আন্তর্জাতিক

সোলাইমানির জানাজায় অঝোরে কাঁদলেন খামেনী

Icon

nakib

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৫:২৬ পিএম

সোলাইমানির জানাজায় অঝোরে কাঁদলেন খামেনী
সোলাইমানির জানাজায় অঝোরে কাঁদলেন খামেনী
বাগদাদে আমেরিকান ড্রোন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর সামরিক কমান্ডার সোলাইমানির জানায় কানআয় ভেঙে পড়ের দেশটির প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনী। কুর্দ ফোর্সের প্রধান এ জেনারেলের জানায়ায় তেহরানে কয়েক লাখ লোক অংশ নিয়েছে। জনসমাগমের সামনে কুর্দ ফোর্সের পক্ষ থেকে প্রতিশোধ নেয়ার ঘোষনা দেয়া হয়। ২০১৫ সালে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইরান। অন্যদিকে ইরাক থেকেও মার্কিন সৈন্য প্রত্যাহারের বিল পাস করা হয়েছে। ১৯৮৯ সালে দেশটির প্রথম সর্বোচ্চ আধ্ম্যাতিক নেতা আয়তুল্লাহ খামেনীর স্বাভাবিক মৃত্যুর পর জানাজার সাথে তুলনা করা হচ্ছে সোলাইমানির জানাজার সাথে। আধুনিক ইরানের ইাতহাসে সে দিন সবচেয়ে বেশি ণোকজন রাস্তায় জমায়েত হয়েছিল। জানাজায় নেতারা কঠিন প্রতিশোধের বিষয়টি বারবার তুলে ধরায় মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে নিরাপত্তা নিয়ে আশংকা তৈরী হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App