×

জাতীয়

বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা পাড়ে ৬ লেন রাস্তা করে দেব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ১০:৩২ এএম

বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা পাড়ে ৬ লেন রাস্তা করে দেব
উন্নত-সমৃদ্ধ দেশের রাজধানী কেমন হবে, সেভাবে ঢাকাকে সাজাতে মেয়র পদে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। আর নির্বাচিত হলে কী কী করবেন তারও বিবরণ দিয়েছেন তিনি। তার পরিকল্পনার মধ্যে পুরান ঢাকায় পঞ্চায়েত ব্যবস্থা চালুর কথা রয়েছে। ঢাকাকে যানজট মুক্ত করতে মেট্রোরেলের পাশাপাশি রাজধানীসংলগ্ন দুই নদী বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার পাড়ে ৬ লেনের রাস্তা করার ভাবনাও রয়েছে তার। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভায় নিজের পরিকল্পনা তুলে ধরেন মেয়র প্রার্থী তাপস। তিনি বলেন, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের ছেলেমেয়েদের জন্য খেলাধুলার ব্যবস্থা থাকবে। ছেলেমেয়েরা যাতে মাদকাসক্ত না হয় সে জন্য পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা করা হবে। বর্জ্য রাস্তায় পড়ে থাকবে না, সুন্দর বর্জ্য ব্যবস্থাপনা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনা থাকবে। মেট্রোরেলই একমাত্র সমাধান নয় বলে মন্তব্য করে ফজলে নূর তাপস বলেন, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার পাড়ে ৬ লেনের রাস্তা করে দেব। এই রাস্তা দিয়ে ঢাকার যে কোনো প্রান্তে মানুষ যোগাযোগ গড়ে তুলতে পারবে। পুরান ঢাকায় ‘পঞ্চায়েত ব্যবস্থা’ চালু করার পরিকল্পনা তুলে ধরে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, প্রশাসন দিয়ে নয়, পঞ্চায়েতের মাধ্যমে আমরা স্থানীয় সমস্যার সমাধান করব। একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে মানুষের মৌলিক নাগরিক সুবিধা পূরণ করব। যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে ৯০ দিনের মধ্যে মৌলিক সুবিধাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব। মেয়র হলে সিটি করপোরেশন থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সরকারি সব সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তা বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে তার। আজকে রাস্তা করলাম কালকে বৃষ্টিতে ভিজে গেল, রাস্তা ভেঙে গেল এই অবস্থা থাকবে না। আমাদের কাজ করার পরে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠান কোনো কাজ করতে পারবে না। আমরা কাজ করার আগে তাদের সময় দেব, সুযোগ দেব। কারণ আমরা যে কোনো কাজ কমপক্ষে ১০ বছর মেয়াদে করব। আগামী ১০ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানান ফজলে নূর তাপস। তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হয়ে শেখ হাসিনার উন্নত রাজধানী এবং উন্নত ঢাকা গড়তে চাই। ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনা আমাকে ধানমন্ডি ১০ আসন থেকে মনোনয়ন দেন। তখন জনগণকে বলেছিলাম, আমি সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব। গত তিন টার্মে আমার নির্বাচনী এলাকায় আমি ব্যাপক উন্নয়ন সাধন করেছি। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে হলে দেশের রাজধানী ঢাকাকে উন্নত ও যোগ্য করে গড়ে তুলতে হবে। ঢাকাকে উন্নত করার জন্যই আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আমির হোসেন আমু, উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগ নেতা শেখ আবুল হাসনাত আবদুল্লাহ, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App