×

শিক্ষা

ধর্ষকের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ১২:১৯ পিএম

ধর্ষকের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

শাস্তির দাবিতে ছাত্রদলের সমাবেশ। ছবি: ভোরের কাগজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে অপরাজেয় বাংলার সামনে তারা সমাবেশ শুরু করে। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে ঢাবি আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমানসহ শতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। পরে দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন ছাত্রদল নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা, এ ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। এসময় তারা অভিযোগ করেন, দেশের বিচারহীনতার সংস্কৃতির ফলেই একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। মানববন্ধনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এটা দেশের বিচারহীনতার সংস্কৃতির ফল। এ সরকারের আমলে ধর্ষণের শিকার কোনো নারী বিচার পায়নি। কারণ, এসব ঘটনার সঙ্গে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগ জড়িত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App