×

খেলা

ঢাকায় ব্যাটিংদানব গেইল

Icon

nakib

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ১০:৩০ পিএম

ঢাকায় ব্যাটিংদানব গেইল
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বঙ্গবন্ধু বিপিএলে অংশ নিতে বাংলাদেশে পৌঁছেছেন ক্যারিবিয়ান ব্যাটিংদানব ক্রিস গেইল। গতকাল সকালে তিনি ঢাকা এসে পৌঁছান। বিপিএলে ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গ্রুপ পর্বে তাদের এখনো দুটো খেলা বাকি আছে। প্লে-অফের আগে গ্রুপ পর্বের এই দুটি ম্যাচেও খেলবেন গেইল। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সফল ক্রিস গেইল গতকাল জানিয়েছেন এবার চট্টগ্রামকে শিরোপা জিতিয়ে তবেই দেশে ফিরবেন। গেইল বলেন, ‘চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখন পর্যন্ত দারুণ ক্রিকেট খেলছে। তার প্লে-অফও নিশ্চিত করে ফেলেছে। তাদের শিরোপা জেতাতে চাই’। গেইলের স্বদেশী আন্দ্রে রাসেল এবার খেলছেন রাজশাহী রয়্যালসের হয়ে। দলটির অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি। বিপিএলে দ্বিতীয় দল হিসেবে চট্টগ্রামের পর প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী। আর রাসেলের সঙ্গেই তার প্রতিদ্বন্ধিতা হবে বলে জানান গেইল। তিনি বলেন, ‘এখানে (বাংলাদেশে) আসার আগে তার সঙ্গে কথা হয়েছে আমার। ও রাজশাহীকে নেতৃত্ব দিচ্ছে। ওর সঙ্গে আমার দ্বৈরথটা হবে দারুণ উপভোগ্য। এদিকে ২০১৭ সালে সর্বশেষ বার রংপুর রাইডার্সের হয়ে শিরোপা জিতেছিলেন তিনি। ক্রিস গেইল বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন। এবারের বিপিএলে খেলার মাধ্যমে বিপিএলের সবগুলো আসরেই তাকে ঝড় তুলতে দেখা যাবে। বিপিএলে বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে সফল গেইল। তিনি এখন পর্যন্ত বিপিএলে ৩৮টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলো খেলে ১ হাজার ৩৩৮ রান করেছেন তিনি। এই রানগুলো করতে তিনি সেঞ্চুরি করেছেন ৫টি। হাফসেঞ্চুরি ৪টি। অবিশ্বাস্য হলেও সত্য, বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী ১০ ব্যাটসম্যানদের মধ্যে ৭ জনের একটি সেঞ্চুরিও নেই! সেখানে গেইল একাই করেছেন ৫টি। এরমধ্যে ২০১২ সালে এক আসরে করেন ২টি সেঞ্চুরি। ২০১৩ সালে ১টি। এরপর ২০১৭ সালে আবার জোড়া সেঞ্চুরি করেন তিনি। বিপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিকও তিনি। ২০১৭ সালের বিপিএলের ফাইনালে রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে অপরাজিত ১৪৬ রান করেন তিনি। তার এই সেঞ্চুরির সুবাদে প্রথম শিরোপার স্বাদ পায় রংপুর। এতো গেল সেঞ্চুরির কথা। ছক্কার রাজা গেইল বিপিএলেও ছক্কা হাঁকানোর দিক দিয়ে সবার প্রথমে রয়েছেন। তিনি এখন পর্যন্ত ১২০টি ছক্কা হাঁকিয়েছেন। বিপিএলে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি ছক্কার সেঞ্চুরি করেছেন। ৬ হাঁকানোর দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম ইকবাল। তিনি এখন পর্যন্ত ৭০টি ছক্কা মেরেছেন। মানে ছক্কার দিক দিয়ে গেইলকে ছুঁতে হলে তামিমকে আরো ৫০টি ৬ মারতে হবে। গেইল ১২০টি ৬ মেরেছেন ৩৮ ম্যাচে। আর তামিম ৭০টি ৬ মেরেছেন ৬৬টি ম্যাচ খেলে। ফলে গেইলকে তামিম আদৌ ছুঁতে পারবেন কি না তা সময়ই বলে দিবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App