×

সারাদেশ

কুড়িগ্রামে ভূমিহীনদের পুর্নবাসনের দাবিতে বিক্ষোভ মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৬:২৭ পিএম

কুড়িগ্রামে ভূমিহীনদের পুর্নবাসনের দাবিতে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামে ভূমিহীনদের পুর্নবাসনের দাবিতে বিক্ষোভ-মিছিল করা হয়েছে। এরপর স্মারকলিপি প্রদান করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। সোমবার ( ৬ জানুয়ারি) সকালে শহরের মোগলবাসা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ভূমিহীন পরিবারের সদস্যরা।

এ সময় বক্তব্য দেন মোগলবাসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা জাসদের সভাপতি এমদাদুল হক এমদাদ, সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য সাইদুর রহমান, মোগলবাসা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি মো. নুর ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাজাহারুল হক প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ধরলা নদীর করালগ্রাসি ভাঙ্গনে ভিটেমাটি হারা ক্ষতিগ্রস্থ ভূমিহীন পরিবারগুলো পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) বাঁধে আশ্রয় নিয়ে বসবাস করছিল। সম্প্রতি বাঁধ সংস্কারের জন্য পাউবি তাদের উচ্ছেদ শুরু করলে ঘরবাড়ি হারিয়ে নিদারুণ তারা কষ্টে দিনাতিপাত করছে ।

এ অবস্থায় আশ্রয়হীন হয়ে পরা এসব ভূমিহীন পরিবারের সদস্যদের পুনর্বাসন জরুরি হয়ে পড়ছে৷ বক্তারা অবিলম্বে সরকারের খাস জমি বন্টনের মাধ্যমে এসব ভূমিহীন পরিবারকে স্থায়ীভাবে পুর্নবাসনের পর উচ্ছেদের প্রক্রিয়া চালানোর দাবি জানান বক্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App