×

জাতীয়

উত্তর সিটিতে তিন কাউন্সিলরের প্রার্থীতা বৈধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৫:৪৯ পিএম

আপিল শুনানির মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তিন কাউন্সিলর প্রার্থী। এছাড়া এক কাউন্সিলর প্রার্থীর আপিল নামঞ্জুর করেছে আপিল কর্তৃপক্ষ। পাশাপাশি জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র প্রার্থী জি এম কামরুল ইসলামের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বহাল রেখেছেন ঢাকার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার। আজ সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে এ আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সেলিম রেজা সাংবাদিকদের বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন মেয়র ও ১৮ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেতে আবেদন করেছিলেন। এরই মধ্যে মেয়র ও পাঁচজন কাউন্সিলর প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে তিন জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। একজনের আবেদন নাকচ করে দেয়া হয়েছে। বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন- ৫২ নং ওয়ার্ডের মির্জা মোহাম্মদ ইলিয়াস, ১১ নম্বর ওয়ার্ডের এস এম রেজাউল ইসলাম ও এম ফয়সল আমিন মিলন। ঋণখেলাপী হওয়ায় ৫নং ওয়ার্ডের রুহুল আমিনের আবেদন বাতিল করা হয়েছে। পাশাপাশি ৩৫ নং ওয়ার্ডের প্রার্থী শেখ আমির হোসেনের প্রার্থিতা চ্যালেঞ্জ করে সৈয়দ হাসান মাহমুদের আবেদন নাকচ করেছে আপিল কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App