×

জাতীয়

ইসির বৈঠকেও ইভিএমে আপত্তি বিএনপির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৬:৫১ পিএম

ইসির বৈঠকেও ইভিএমে আপত্তি বিএনপির
আসন্ন দু’সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে ইভিএমে ভোট নিয়ে আপত্তি তুলেছে বিএনপি। সেই সাথে বিএনপি সমর্থিত প্রার্থীদের বাড়িঘর ভাংচুর ও একজন কাউন্সিলর প্রার্থীকে অপহরণের অভিযোগ করেছেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ইসির সঙ্গে বৈঠকের পরে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে বিফ্রিং এ তিনি এমন অভিযোগ জানান। এসময় দু’সিটির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল ও ইশরাক হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে অন্য ৪ নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর এবং উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম এবং দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনও উপস্থিত ছিলেন। বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা ইভিএমে ভোটের ব্যাপারে আপত্তির কথা ইসিকে জানিয়েছি। কেননা, এ মেশিনটি সরকার ও সরকারি সংস্থা তৈরি করেছে। এর সফটওয়ারও তাদের তৈরি। সুতরাং তারা কি চান সেভাবে ইভিএমে কারসাজি করার সম্ভাবনা রয়েছে। সেকারণে আমরা সিটি নির্বাচনে ইভিএম না ব্যবহারের আবেদন জানিয়েছি। তবে সিইসি বলেছেন, ইভিএমে কোন কারসাজি বা ম্যানিপুলেট করা যাবে না। কিন্তু আমরা তার কথা আশ্বস্থ হতে পারিনি। এছাড়া আমাদের একজন মহিলা কাউন্সিলর প্রার্থীর বাড়ি ভাংচুর করা হয়েছে। আরেকজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়, তিনি আপলি বিভাগে আবেদন জানালেও উপস্থিত হতে পারেন নি। গত রাতে কে বা করা তাকে অপহরণ করে, আজ দুপুরে তাকে গাজিপুরের এক আলু ক্ষেতে পাওয়া যায়। তার মানে এখন থেকেই এভাবে ক্ষমতাসীন দলের দুবৃত্তরা বিএনপি প্রার্থী ও সমর্থকদের ওপর আক্রমণ শুরু করেছে। এটার বিষয়ে কমিশন কি ব্যবস্থা নেবেন সে বিষয়ে আমরা তাদের আবেদন জানিয়েছি। সিইসি আমাদের কথা শুনেছেন। তিনি বলেছেন, এসব বিষয়ে তিনি তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনকে নির্দেশ দেবেন যাতে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App