×

আন্তর্জাতিক

আমেরিকাকে ‘ অন্ধকার দিনে’র হুমকি শোকার্ত কন্যার

Icon

nakib

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৮:১৭ পিএম

আমেরিকাকে ‘ অন্ধকার দিনে’র হুমকি শোকার্ত কন্যার
আমেরিকাকে ‘ অন্ধকার দিনে’র হুমকি শোকার্ত কন্যার
ইরানের রাজপথে ইতিহাসের সবচেয়ে বেশি লোজকন জড়ো হয়েছে দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির জানাজায়। গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে তাকে ড্রোন হামলা করে হত্যা করে যুক্তরাষ্ট্র। এ হত্যাকাণ্ড আমেরিকার জন্য অন্ধকার নিয়ে অাসবে বলে হুমকি দেয় কুর্দ ফোর্সের প্রধান নিত সোলাইমানির মেয়ে জয়নাব সুলাইমানি। রাষ্ট্রিয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি আরো বলেন, “ট্রাম্প তুমি মনে করো না আমার বাবার শাহাদাতের মাধ্যমে সব শেষ হয়ে গেছে।” তিনি আরও বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল জেনে রাখো বাবার শাহাদাতের ফলে গোটা বিশ্বের প্রতিরোধ ফ্রন্টের মধ্যে মানবিকতা আরও বেশি জাগ্রত হবে। এখন থেকে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের স্ত্রী-সন্তানদেরকে তাদের স্বামী অথবা বাবার মৃত্যুর আশঙ্কায় প্রহর গুনতে হবে। তিনি বলেন, গোটা বিশ্ব দেখছে ইরাক ও ইরানের মানুষ কীভাবে তাদের বীরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। ট্রাম্প ইরানি ও ইরাকি জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলেন, কিন্তু এই শাহাদাতের ঘটনা দুই জাতির মধ্যে বন্ধনকে আরও শক্তিশালী করেছে, তারা চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App