×

আন্তর্জাতিক

ইরানের ৫২ স্থাপনায় হামলার হুমকি

Icon

nakib

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৯:১৩ পিএম

ইরানের ৫২ স্থাপনায় হামলার হুমকি
ইরানের ৫২ স্থাপনায় হামলার হুমকি

ডোনাল্ড ট্রাম্প। ছবি: ফাইল।

বাগদাদে ড্রোন হামলায় ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার কুর্দ ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার পর পাল্টা প্রতিশোধের হুমকি দেয় ইরান। আর পাল্টা ইরানের পক্ষ থেকে কোন ধরনের হামলা হলে ইরানের কমপক্ষে ৫২ টি লক্ষ্যবস্তুতে ’খুব কঠিন’ হামলা করা হবে বলে হুমকি দেয় মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব টার্গেটের মধ্যে ইরানের খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা রয়েছে বলে উল্লেখ করে ট্রাম্প। খুব দ্রুতই এসব স্থাপনায় হামলার কথা জানিয়ে ট্রাম্প আর কোন হুমকি চান না বলেও মন্তব্য করেন। টুইটারে এমন হুমকি দেয়ার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে আশংকা আরো বৃদ্ধি পায়। ১৯৭৯ সারে ইরানে ইসলামি বিপ্লবের সময় আমেরিকান দূতাবাসে ৫২ জন মার্কিন নাগরিককে ৪৪৪ দিন অবরুদ্ধ করে রাখার কথা স্বরণ করিয়ে দিয়ে ৫২ টি স্থাপনার কথা জানান সদ্য ইমপিচমেন্টে পড়া ট্রাম্প। অন্যদিকে বাগদাদে মার্কিন সেনাক্যাম্পের পাশে সুরক্ষিত গ্রিনজোনে কয়েকদফা রকেট হামলা চালানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App