×

খেলা

সিডনি টেস্টেও জয়ের পথে অস্ট্রেলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ১০:৩৬ পিএম

সিডনি টেস্টেও জয়ের পথে অস্ট্রেলিয়া
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে মার্নাস লেবুচানের দ্বিশতকের পর বল হাতে নাথান লায়নের অনবদ্য নৈপুণ্যে সিডনি টেস্টও জয়ের পথে স্বাগতিক অস্ট্রেলিয়া। হোয়াইট ওয়াশের শঙ্কায় সফরকারী নিউজিল্যান্ড। অজিদের রান পাহাড়ের সামনে দাঁড়িয়ে কিউইরা তাদের প্রথম ইনিংসে ২৫১ রানে গুটিয়ে যায়। ২৫১ রানে অলআউট হলেও ফলোঅন এড়াতে পারেনি নিউজিল্যান্ড। ফলোঅন এড়াতে ২৫৫ রান করতে হতো তাদের। তবে ফলোঅন করাননি অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৪০ রান তুলে তৃতীয় দিন শেষে ২৪৩ রানে এগিয়ে স্বাগতিকরা। অস্ট্রেলিয়া সফরটা ভালো যাচ্ছে না নিউজিল্যান্ডের। প্রথম ২ টেস্ট হেরে ধবলধোলাইয়ের শঙ্কায় তারা। সিডনি টেস্টের দ্বিতীয় দিনে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল কিউইরা। স্বাগতিকদের প্রথম ইনিংস ৪৫৪ রানে থামিয়ে বিনা উইকেটে ৬৩ রান করে দ্বিতীয় দিন শেষ করে সফরকারীরা। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই অস্ট্রেলিয়াকে সাফল্য এনে দেন অফ স্পিনার নাথান লায়ন। ৩৪ রান নিয়ে খেলতে থাকা টম ব্লান্ডেলকে বোল্ড করে লায়ন। দ্বিতীয় জুটিতে টম লাথাম ও জিত রাভাল ৪৯ রানের জুটি গড়েন। দলীয় ১১৭ রানে তিনে নেমে ৩১ রান করা জিত রাভালকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান লায়ন। এরপর শুরু হয় প্যাট কামিন্স ঝড়। দলের এমন বিপর্যয়ে রস টেলরও হতাশ করেন। ২০ বলে ২২ করে তিনিও লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন। তবে এবার বোলার ছিলেন কামিন্স। ৪৯ রানে ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম ও ২২ রানে অভিজ্ঞ রস টেইলরকে ফিরিয়ে ম্যাচের লাগাম অস্ট্রেলিয়ার হাতে এনে দেন এই ডানহাতি পেসার। দলীয় রান তখন ৪ উইকেটে ১৪৫। তারপর কিছুটা লড়তে দেখা যায় গ্লেন ডমিনিক ফিলিপসকে। ১৭৮ মিনিট ক্রিজে থেকে ১১৫ বল মোকাবেলায় ৬ চার ও এক ছক্কায় ৫২ রান করেন কামিন্সের বলে বোল্ড হন তিনি। এরপর নিচের সারির ব্যাটসম্যানরাও কিছু করতে পারেননি। ১৬ রানে শেষ ৪ উইকেট হারায় দল। ৬৮ রান খরচায় ৫ উইকেট নেন অফ স্পিনার নাথান লায়ন। এ নিয়ে সতেরোবারের মতো ইনিংসে তিনি ৫ উইকেট পেলেন তিনি। ৮টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে খেলে প্রতিটি দলের বিপক্ষেই ৫ উইকেট পেলেন ৩২ বছর বয়সী অফ স্পিনার লায়ন। সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৪৫৪/১০ নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৯৫.৪ ওভারে ২৫১/১০ (ল্যাথাম ৪৯, ব্লান্ডেল ৩৪, রাভাল ৩১, টেলর ২২, ফিলিপস ৫২, ওয়াটলিং ৯, ডি গ্র্যান্ডহোম ২০, অ্যাস্টল ২৫*, সমারভিল ০, ওয়েগনার ০, হেনরি ৩*; স্টার্ক ১/৫৭, কামিন্স ৩/৪৪, লায়ন ৫/৬৮) অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ১৬ ওভারে ৪০/০ (ওয়ার্নার ২৩*, বার্নস ১৬*)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App