×

খেলা

ফের ঢাকায় ফিরছে বিপিএল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ১০:৩২ পিএম

ফের ঢাকায় ফিরছে বিপিএল
সিলেট পর্ব শেষে কাল থেকে আবার ঢাকায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএলের সেমিফাইনাল, ফাইনাল ও গ্রুপ পর্বের বাকি সবগুলো ম্যাচই হবে ঢাকায়। এদিকে সিলেটে ৩ দিনে ম্যাচ হয়েছে ৬টি। সবগুলো দলই খেলেছে সিলেট পর্বে। আর সিলেটে প্লে অফের জায়গা নিশ্চিত করেছে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রাজশাহী ও চট্টগ্রাম এখন পর্যন্ত সমান ১০টি করে ম্যাচ খেলে ৭টিতে জিতেছে। তাদের পয়েন্ট ১৪। এখন ঢাকায় নির্ধারিত হবে প্লে অফের বাকি ২ দল। বিপিএলে পয়েন্ট টেবিলে এখন তৃতীয় স্থানে রয়েছে ঢাকা প্লাটুন। ঢাকা এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৬টিতে জয় পেয়েছে। তাদের পয়েন্ট ১২। ফলে বলা যায় ঢাকার প্লে অফ অঘোষিতভাবে নিশ্চিত হয়ে গেছে। এখন চার নম্বর জায়গা নিয়ে ফাইট হবে খুলনা টাইগার্স ও কুমিল্লা ওয়ারিয়র্সের মধ্যে। দুদলের এখনো বাকি রয়েছে ৩টি করে ম্যাচ। এই দুই দলের মধ্যে অবশ্য এগিয়ে রয়েছে খুলনা টাইগার্স। খুলনা ৫টি ম্যাচে জিতে সংগ্রহ করেছে ১০ পয়েন্ট। আর কুমিল্লা ৪টিতে জিতে সংগ্রহ করেছে ৮ পয়েন্ট। খুলনা যদি এখন বাকি তিনটি ম্যাচে জয় পায় তাহলে তারা চলে যাবে প্লে অফে। আর একটি ম্যাচে হারলেই কুমিল্লার সামনে সুযোগ তৈরি হয়ে যাবে। অন্যদিকে ১০ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে রংপুর রেঞ্জার্স। আর মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে সিলেট থান্ডার। এদিকে বিপিএলে এখন ৩৪ ম্যাচ শেষে রান করার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছেন কুমিল্লা ওয়ারিয়র্সের ডেভিড মালান। তিনি ৮ ম্যাচ খেলে করেছেন ৩৭৭ রান। তার সেঞ্চুরি ১টি। আর হাফসেঞ্চুরি ২টি। দ্বিতীয় স্থানে রয়েছেন খুলনা টাইগার্সের রাইলি রুশো। ৯ ম্যাচে তার রান ৩৪০। রুশো এখন পর্যন্ত ৩টি হাফসেঞ্চুরি করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন রংপুর রেঞ্জার্সের মোহাম্মদ নাঈম। ১০ ম্যাচে তার রান ৩৩৮। তিনি হাফসেঞ্চুরি করেছেন ২টি। চতুর্থ স্থানে রয়েছেন সিলেট থান্ডারের মোহাম্মদ মিঠুন। ১১ ম্যাচে তার রান ৩৩১। তিনি এখন পর্যন্ত ২টি হাফসেঞ্চুরি করেছেন। রান তোলার দিক দিয়ে পঞ্চম স্থানে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইমরুল কায়েস। তার রান ৩১৯। এই রান করতে তিনি ৯ ম্যাচ খেলেছেন। তার হাফসেঞ্চুরি রয়েছে ৩টি। অন্যদিকে বল হাতে নিজের কারিশমা ধরে রেখেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মেহেদি হাসান রানা। তিনি ৮ ম্যাচ খেলে ১৭টি উইকেট তুলে নিয়ে রয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকার শীর্ষে। ১০ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রংপুরের মোস্তাফিজুর রহমান। ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়ে তৃতীয় স্থানে কুমিল্লা ওয়ারিয়র্সের মুজিব উর রহমান। মুজিবের সমান ৯ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়ে যথাক্রমে চতুর্থস্থানে রয়েছেন রংপুরের লুইস গ্রেগরি ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রুবেল হোসেন। দল ম্যাচ জয় পরাজয় পয়েন্ট নেট রান রেট রাজশাহী রয়্যালস ১০ ৭ ৩ ১৪ ০.৪৭৭ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১০ ৭ ৩ ১৪ ০.১৬৭ ঢাকা প্লাটুন ৯ ৬ ৩ ১২ ০.৫৭৫ খুলনা টাইগার্স ৯ ৫ ৪ ১০ ০.৩৬৯ কুমিল্লা ওয়ারিয়র্স ৯ ৪ ৫ ৮ ০.২১৩ রংপুর রেঞ্জার্স ১০ ৪ ৬ ৮ -০.৭৪৬ সিলেট থান্ডার ১১ ১ ১০ ২ -০.৮৭

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App