×

সারাদেশ

ফসলি জমিতে পুকুর খনন, জরিমানা ৫০ হাজার টাকা

Icon

nakib

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৫:৫৭ পিএম

ফসলি জমিতে পুকুর খনন, জরিমানা ৫০ হাজার টাকা

ফাইল ছবি

নওগাঁর রাণীনগরে ফসলি জমিতে পুকুর খনন করার সময় অভিযান চালিয়ে পুকুর মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলার বড়গাছা এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল মামুন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল মামুন জানান, উপজেলার বড়গাছা এলাকায় ওই গ্রামের মৃত শের আলীর ছেলে শেখ মো: আহাদ আলী (৫৫) তার ফসলি জমির শ্রেণী পরির্বতন না করে বে-আইনিভাবে পুকুর খনন করছিলেন। এমন খবর পেয়ে শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রাণীনগর উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ফসলি জমিতে পুকুর খনন না করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে গণ বিজ্ঞপ্তিজারী ও এলাকায় মাইকিং করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App