×

জাতীয়

প্রসিকিউটর মোহাম্মদ আলীকে অপসারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৭:৪৮ পিএম

প্রসিকিউটর মোহাম্মদ আলীকে অপসারণ

প্রসিকিউটর মোহাম্মদ আলী/ ফাইল ছবি

পেশাগত আচরণ ভঙ্গ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে অপসারণ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) তাকে অপসারণ করে আইন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে। রবিবার থেকেই অপসারণের এ আদেশ কার্যকর হবে। আদেশে বলা হয়, ২০১১ সালের ৫ অক্টোবর তাকে নিয়োগের আদেশ বাতিল ক্রমে প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হলো।

এর আগে ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ট্রাইবুনাল সূত্র জানায়, ময়মনসিংহের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির নেতা এমএ হান্নানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের বিচারকে ঘুষের প্রস্তাব দেন মোহাম্মদ আলী। এ বিষয়টি জানতে পেরে মোহাম্মদ আলীকে এসব মামলা থেকে প্রত্যাহার করেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। এরপর মোহাম্মদ আলীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App