×

জাতীয়

দলীয় প্রার্থীকে জয়ী করার তাগিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ১১:০৫ এএম

দলীয় প্রার্থীকে জয়ী করার তাগিদ
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সাংগঠনিক নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দিকনির্দেশনা দেন তিনি। গতকাল শনিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভার মুলতবি বৈঠকে এমন নির্দেশনা দেন শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হওয়া বৈঠকে আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশন নিয়েও আলোচনা করা হয়। বৈঠক সূত্র জানায়, গত শুক্রবার শুরু হওয়া দলটির যৌথসভার মুলতবি বৈঠক গতরাতে অনুষ্ঠিত হয়। এতে মূলত উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে কিভাবে বিজয়ী করা যায় সে বিষয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতাদের কাছে পরামর্শ চান। এ সময় সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। ঢাকা উত্তরে সমন্বয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, দক্ষিণে সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা আমির হোসেন আমু নির্বাচনের প্রস্তুতি বিষয়ে বক্তব্য রাখেন। এরপর আরো কয়েকজন সিনিয়র নেতা কথা বলেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা যেন বিজয়ী হয় সে বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। ১২৯টি ওয়ার্ডে যেন দলের কোনো বিদ্রোহী প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা না করে সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App