×

খেলা

জয়ের নায়ক কলিন্দ্রেস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ১০:০৬ পিএম

জয়ের নায়ক কলিন্দ্রেস
দেশীয় ফুটবলে নতুন মৌসুমের প্রথম প্রতিযোগিতা ফেডারেশন কাপের শিরোপা জয় করেছে বসুন্ধরা কিংস। গতকাল রহমতগঞ্জকে ২-১ গোলে হারানোর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। গত মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালে খেললেও ঢাকা আবাহনীর বিপক্ষে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। কিন্তু দ্বিতীয়বারের চেষ্টায় শিরোপার স্বাদ পেয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। আর বসুন্ধরার শিরোপা জয়ের একমাত্র নায়ক অধিনায়ক ড্যানিয়েল কলিন্দ্রেস। ২-১ গোলের জয় পাওয়া ম্যাচটিতে বসুন্ধরার ২টি গোলই করেন তিনি। গত মৌসুমে দেশীয় ফুটবলে সর্বোচ্চ প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বসুন্ধরা কিংস। বসুন্ধরার শিরোপা জয়ে তার অবদান ছিল। তিনি পুরো মৌসুমজুড়ে বসুন্ধরার হয়ে মোট ১১টি গোল করেছিলেন। ৩৪ বছর বয়সী কলিন্দ্রেসকে ২০১৮ সালে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা থেকে উড়িয়ে আনে বসুন্ধরা কিংস। ক্লাবটির সঙ্গে প্রথমে ৯ মাসের চুক্তি করেন তিনি। এরপর সে চুক্তির মেয়াদ আবার বৃদ্ধি করেন। কলিন্দ্রেসের আরেকটি পরিচয় হলো তিনি কোস্টারিকার জাতীয় দলের খেলোয়াড়। ২০১১ সাল থেকে দেশটির জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। এই কোস্টারিকার হয়ে ২০১৮ সালে রাশিয়া বিশ^কাপেও খেলেন তিনি। রাশিয়া বিশ^কাপে কোস্টারিকা ৩টি ম্যাচ খেলেছিল। তাদের প্রতিপক্ষ ছিল সার্বিয়া, ব্রাজিল ও সুইজারল্যান্ড। তিনি সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন। কলিন্দ্রেস বসুন্ধরায় যোগ দেয়ার আগে কোনো বিদেশি ক্লাবে খেলেননি। তিনি কোস্টারিকার স্থানীয় ৩টি ক্লাবে খেলেছেন। ক্লাবগুলো হলোÑ দেপোরতিবো সাপরিসা, সান্তোস দি গুয়াপাইলস ও পুন্তারেনাস ফুটবল ক্লাব। এর মধ্যে সাপরিসার হয়ে ২৪৪ ম্যাচ খেলে গোল করেছেন ৫৭টি। গুয়াপাইলসের হয়ে ৪৩টি ম্যাচ খেলে করেছেন ৯টি গোল। আর পুন্তারেনাসের হয়ে ২০ ম্যাচ খেলে করেছেন ১১টি গোল। অন্যদিকে কোস্টারিকার হয়ে তিনি এখন পর্যন্ত খেলেছেন ১৭টি ম্যাচ। তবে জাতীয় দলের হয়ে তিনি কখনো গোল করতে পারেননি। ২০১১ সালে তার অভিষেক হলেও জাতীয় দলে নিয়মিত ছিলেন না তিনি। ওই বছর অভিষেকের পর ২টি ম্যাচ খেলেন তিনি। এরপর ২০১২ সালে ১টি। ২০১৫ সালে ৩টি। ২০১৬ সালে ১টি। ২০১৭ সালে ৩টি ও ২০১৮ সালে ৭টি ম্যাচ খেলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App