×

বিনোদন

জেমসের গানের অনুপ্রেরণায় রিজুর ‘দিদিমণি’

Icon

nakib

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৪:৪৩ পিএম

জেমসের গানের অনুপ্রেরণায় রিজুর ‘দিদিমণি’
‘এই শহরে তোমার পাশে আমিও যে থাকি/ও লাল টুকটুক সেলাই দিদিমণি’। এদেশের গার্মেন্টসে কাজ করা লাখো নারীকে উৎসর্গ করে জেমস গেয়েছিলেন ‘দিদিমণি’ শিরোনামের গানটি। সে গানে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র বানাতে যাচ্ছেন নির্মাতা রিয়াজুল রিজু। জানা যায়, ফেব্রুয়ারির শুরুতেই ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী বেশ কিছু লোকেশনে লেডি অ্যাকশনধর্মী এই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। এ বিষয়ে নির্মাতা রিয়াজুল রিজু বলেন, ‘দীর্ঘদিন চলচ্চিত্র নির্মাণ থেকে বিরত ছিলাম, মাঝে প্রেমের কবিতা ও কাঙাল বানানোর ইচ্ছা থাকলেও বিভিন্ন জটিলতায় তা আর হয়ে উঠেনি। তবে এবার আমার শুভাকাঙ্খিদের আশ্বস্ত করছি লেডি অ্যাকশন ধাঁচের দিদিমণি চলচ্চিত্রটি দ্রুত শেষ করে দর্শকদের উপহার দিতে পারব।’ তিনি আরো বলেন, ‘আমি বাংলাদেশের হাতে গোনা দুই-চারজন সুপারস্টারের ভেতর অন্যতম জেমসের একজন অন্ধ ভক্ত। আমার এই চলচ্চিত্রটির নাম পছন্দ করার ক্ষেত্রে জেমসের গাওয়া গানটি আমাকে বেশ অনুপ্রেরণা যুগিয়েছে।’ তবে এ চলচ্চিত্রে প্রধান নারী চরিত্র ও অন্যান্য ভূামকায় কারা অভিনয় করছেন তা এখনো ঠিক হয়নি। নির্মাতা জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সকলকে এ বিষয়ে জানানো হবে। ‘দিদিমণি’ চলচ্চিত্রটির কাহিনি ও সংলাপ লিখেছেন অনিক বিশ্বাস। উল্লেখ্য, ২০১৫ সালে ‘বাপজানের বায়োস্কোপ’ ছবিটি নির্মাণ করেন রিয়াজুল রিজু। চলচ্চিত্রটি সে বছর ‘সেরা চলচ্চিত্র’, ‘সেরা চলচ্চিত্র পরিচালক’সহ আটটি বিভাগে নয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App