×

সারাদেশ

ক্ষুদ্র কুটির শিল্প মেলার স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জনতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ১২:৫৪ পিএম

ক্ষুদ্র কুটির শিল্প মেলার স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জনতা
গাজীপুরের শ্রীপুরে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে মাসব্যাপী ‘তাঁতবস্ত্র, হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রদর্শনীর নামে মেলার প্রস্তুতি গুঁড়িয়ে দিয়েছে স্থানীয়রা। হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্প ফাউন্ডশেনের ব্যানারে ২৫ জানুয়ারি থেকে শুরু করে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা অনুষ্ঠানের কথা ছিল। বিদ্যালয়ের মাঠ দখল করে মেলার আয়োজন করায় স্থানীয়রা শনিবার(৪ জানুয়ারি) বিকেলে মেলার আয়োজন গুঁড়িয়ে দেয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্প ফাউন্ডশেন গত সপ্তাহখানেক যাবত মেলা আয়োজনের প্রস্তুতি হিসেবে স্টল তৈরীর কাজ করে আসছিল। মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্টল তৈরীর পাশাপাশি অস্থায়ী নির্মাণ কাজও চলছিল। স্থানীরা নানাভাবে এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্থানীয় বিভিন্ন ব্যাক্তি ও পেইজ থেকে এর প্রতিবাদ ভাইরাল হয়ে উঠে। কিন্তু আয়োজকেরা এসব উপেক্ষা করে আয়োজনের প্রস্তুতি চালাতে থাকে। শনিবার বিকেল তিনটার দিকে তিন শতাধিক স্থানীয় জনতা বিদ্যালয় মাঠে প্রবেশ করে আয়োজনের প্রস্তুতি ও অর্ধনির্মিত কিছু অস্থায়ী স্থাপনা ভাংচুর করে। বিদ্যালয়ের অভিভাবকেরা জানান, বছরের শুরুতে বিদ্যালয় মাঠে এরকম একটি মেলা কোমলমতি শিশুদের পড়াশোনায় মনোযোগ বিঘ্নিত করবে। আর এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রস্তুতি পর্ব চলে। এমন একটি সময়ে বাছ বিচার না করে প্রশাসনের মেলা আয়োজনের অনুমতিও আত্মঘাতি সিদ্ধান্ত। হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্প ফাউন্ডশেন ও মেলা আয়োজক কমিটির সভাপতি আব্দুল গনি মিয়া বলেন, মেলা আয়োজনের জন্য জেলা প্রশাসনসহ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে যথাযথ অনুমতি নেয়া হয়েছে। হামলার সময় মাঠে প্রবেশ করে হামলা ও স্থাপনা ভাংচুর করা হয়েছে। হামলাকারীরা মেলায় থাকা সকল মালামাল লুটপাট করে নিয়ে গেছে। তিনি আরো বলনে, ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি র্পযন্ত হস্ত ও কুটির শিল্প মেলা করার অনুমতি পেয়েছি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত মেলা কর্তৃপক্ষের লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App