×

খেলা

ক্ষতিপূরণ চান হাথুরুসিংহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ১০:৪১ পিএম

ক্ষতিপূরণ চান হাথুরুসিংহ
ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে শ্রীলঙ্কাকে আশানুরূপ ফলাফল এনে দিতে পারেননি কোচ চন্ডিকা হাথুরুসিংহ। ফলস্বরূপ বিশ্বকাপ শেষে তাকে বিদায় করে দেয় লঙ্কান বোর্ড। ফলে বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার ১৮ মাস আগেই তাকে বিদায় নিতে হয়। আর সময় শেষ হওয়ার আগে বরখাস্ত করায় লঙ্কান বোর্ডের কাছে ৫ মিলিয়ন বা ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। গতকাল এএফপিকে এমন খবর জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সেক্রেটারি মোহন ডি সিলভা। তার কাছে ৫ মিলিয়ন ডলার জরিমানা চেয়ে নিজেই চিঠি পাঠিয়েছেন হাথুরুসিংহ। ২০১৪ সাল থেকে ২০১৭ সালের শেষ পর্যন্ত বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করেন লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহ। তার আমলে সেরা সাফল্য পায় টাইগাররা। বাংলাদেশকে এমন সাফল্য এনে দেয়ায় শ্রীলঙ্কা তাদের দেশের দায়িত্ব দেয় তার কাঁধে। কিন্তু বাংলাদেশের হয়ে যে সাফল্য তিনি পেয়েছিলেন সেটি লঙ্কানদের হয়ে পাননি। বিশেষ করে বিশ্বকাপে তার অধীনে শ্রীলঙ্কা ৯টি ম্যাচ খেলে মাত্র ৩টি ম্যাচে জয় পেয়েছিল। আর বিশ্বকাপে এমন বাজে পারফরমেন্স করায় বিদায় ঘণ্টা বেজে যায় তার। হাথুরুসিংহের চিঠিতে বিস্তারিত কী আছে তার সবটুকু জানা না গেলেও শ্রীলঙ্কার ইংরেজি অনলাইন পত্রিকা সানডে আইল্যান্ড জানিয়েছে হাথুরুসিংহ তার ১৮ মাসের পুরো বেতন চেয়েছেন। আর চুক্তির আগেই হঠাৎ বিদায় করে দেয়ায় আন্তর্জাতিক পর্যায়ে কোচ হিসেবে তার যে সম্মান ছিল সেটির ক্ষতি হয়েছে অনেক। সেটির জন্য তিনি আর্থিক ক্ষতিপূরণ চেয়েছেন। তবে পত্রিকাটি জানিয়েছে লঙ্কান বোর্ড হাথুরুসিংহকে মাত্র ৬ মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিতে রাজি আছে। হাথুরু মাসিক বেতন পেতেন ৬০ হাজার মার্কিন ডলার। মানে তার দাবি করা ৫০ লাখ ডলারের বদলে ৩ লাখ ৬০ হাজার ডলার দিতে রাজি লঙ্কান বোর্ড। হাথুরুসিংহকে শ্রীলঙ্কান দল থেকে বিদায় করতে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো। বিশ্বকাপ শেষেই হাথুরুকে বিদায় করে দিতে বলেন মন্ত্রী। হারিন ফার্নান্দো এমনও বলেছিলেন তাকে যে বেতন শ্রীলঙ্কা বোর্ড দিচ্ছে সেই বেতন দিয়ে দুজন বিদেশি কোচ রাখা যাবে। এমনকি ফারিন তখন জানিয়েছিলেন যে বিশ্বকাপের আগেই তাকে বিদায় করে দেয়ার পরিকল্পনা ছিল তার। কারণ বোর্ডের অনেক কর্মকর্তার কথা তোয়াক্কা করতেন না হাথুরুসিংহ। তবে হাথুরু জোর করে থাকতে চেয়েছিলেন। ফলে তিনি থাকা অবস্থাতেই নতুন কোচ নিয়োগ করেছিল শ্রীলঙ্কা বোর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App