×

আন্তর্জাতিক

আপনি প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানি রাষ্ট্রদূত?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ১১:২৪ এএম

আপনি প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানি রাষ্ট্রদূত?

মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী/ফাইল ছবি

ভারতের নাগরিকত্ব আইনবিরোধী এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেছেন, আপনি কি ভারতের প্রধানমন্ত্রী, নাকি পাকিস্তানের রাষ্ট্রদূত? তিনি আরো বলেন, এটা খুবই লজ্জার বিষয় যে, স্বাধীনতার ৭০ বছর পরেও এ দেশের মানুষকে তাদের জাতীয়তা প্রমাণ করতে হচ্ছে। গত শুক্রবার শিলিগুড়ি শহরে গিয়ে নরেন্দ্র মোদিকে পাকিস্তান বিষয়ে তার অবস্থান নিয়ে সরাসরি প্রশ্ন করেন মমতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করে বলেন, নরেন্দ্র মোদি প্রায়ই ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা করেন। অথচ ভারত নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ একটি বড় দেশ। প্রধানমন্ত্রী কেন নিয়মিত আমাদের জাতিকে পাকিস্তানের সঙ্গে তুলনা করেন? আপনি ভারতের প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানের রাষ্ট্রদূত? কেন আপনি প্রতিটি ইস্যুতে পাকিস্তানের কথা উল্লেখ করেন? মমতা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বাস্তবায়নের বিষয়ে ‘ইচ্ছাকৃতভাবে’ বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ তুলে বলেন, বিজেপির নেতারা এই ইস্যুতে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন। একদিকে প্রধানমন্ত্রী বলছেন যে, কোনো এনআরসি হবে না, আবার অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্য মন্ত্রীরা দাবি করছেন, সারাদেশেই এনআরসি পরিচালিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App