স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিএনপি

আগের সংবাদ

ধর্ম মন্ত্রণালয়ে যোগ দিলেন নুরুল ইসলাম

পরের সংবাদ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে

প্রসিকিউটর মোহাম্মদ আলীকে অপসারণ

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২০ , ৭:৪৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৫, ২০২০ , ৭:৪৯ অপরাহ্ণ

পেশাগত আচরণ ভঙ্গ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে অপসারণ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) তাকে অপসারণ করে আইন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে। রবিবার থেকেই অপসারণের এ আদেশ কার্যকর হবে। আদেশে বলা হয়, ২০১১ সালের ৫ অক্টোবর তাকে নিয়োগের আদেশ বাতিল ক্রমে প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হলো।

এর আগে ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ট্রাইবুনাল সূত্র জানায়, ময়মনসিংহের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির নেতা এমএ হান্নানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের বিচারকে ঘুষের প্রস্তাব দেন মোহাম্মদ আলী। এ বিষয়টি জানতে পেরে মোহাম্মদ আলীকে এসব মামলা থেকে প্রত্যাহার করেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। এরপর মোহাম্মদ আলীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়