×

আন্তর্জাতিক

২১ বছরের কম বয়সে তামাক নিষেধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ১১:২১ এএম

২১ বছরের কম বয়সে তামাক নিষেধ
আমেরিকায় ২১ বছরের কম বয়সীদের কাছে তামাক ও তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। তামাক ও তামাকজাত পণ্য কেনার ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করা হয়েছে। গত সপ্তাহে নতুন এ আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৮ ডিসেম্বর এফডিএর ওয়েবসাইটে বলা হয়, এখন থেকে কোনো খুচরা বিক্রেতার পক্ষে ২১ বছরের কম বয়সী কারো কাছে সিগারেট, সিগার, ই-সিগারেটসহ তামাকজাত পণ্য বিক্রি করা অবৈধ। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য শিগগিরই জানিয়ে দেয়া হবে বলেও উল্লেখ করেছে সংস্থাটি। আইন প্রণেতাদের দ্বিপক্ষীয় ঐকমত্যের ভিত্তিতে তামাক বিক্রয়ে নিষেধাজ্ঞার বিষয়টি দীর্ঘকাল ধরে আলোচনায় ছিল। অবশেষে তামাক বিক্রয়ে নিয়ন্ত্রণ আরোপ করা গেল। তামাকজাত পণ্য কেনার আইনি বয়স বাড়িয়ে ১৮-২১ বছর করা হয়েছে। অবশ্য আমেরিকার বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আগে থেকেই বয়সসীমাটি বাড়িয়ে ২১ করা হয়েছিল। জাতীয়ভাবে এ বয়স নির্ধারণ নিঃসন্দেহে একটি বড় অর্জন। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে ই-সিগারেট ও ভ্যাপপণ্যসহ অন্য তামাকজাত পণ্য কেনার বয়সসীমা বাড়িয়ে ২১ বছর করার পক্ষে কথা বলেছিলেন। আইনটিতে স্বাক্ষর করে তিনি তার অবস্থানটিই দৃঢ় করলেন। বিভিন্ন সংগঠন আগে থেকেই ভ্যাপিং নিষিদ্ধ করার জন্য চাপ সৃষ্টি করছিল। সে সময় ভ্যাপিংয়ের পক্ষে লবিস্টরা যুক্তি দেখান যে, এটি প্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের সিগারেট ছাড়ার একটি উপায়। কিন্তু বিষয়টি ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করার কারণে বিভিন্ন সংগঠন এর বিরুদ্ধে প্রচার শুরু করে। কারণ আমেরিকায় ভ্যাপিংয়ে আসক্তদের মধ্যে তরুণদের সংখ্যাই ছিল বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App