×

সাহিত্য

সাংস্কৃতিক উৎসবে জব্বারের বলিখেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ০৮:৪৫ পিএম

সাংস্কৃতিক উৎসবে জব্বারের বলিখেলা
সাংস্কৃতিক উৎসবে জব্বারের বলিখেলা
শিল্পকলা একাডেমি আয়োজিত বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনে একাডেমি প্রাঙ্গণে শনিবার (৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠানের শুরুতেই জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘জব্বারের বলিখেলা’। জব্বারের বলিখেলার দলে উৎসবে ৬জনের দল অংশগ্রহণ করেছে। দলনেতা জামাল হোসেন, কোচ নূর মোহাম্মদ লেদু এবং খেলোয়ার তরিকুল ইসলাম জীবন, আখতার হোসেন, মো: রুবেল ও আমির হোসেন। বলিখেলায় চ্যাম্পিয়ান হয়েছেন তরিকুল ইসলাম জীবন। বিকেলে নন্দনমঞ্চে জয়পুরহাট জেলার শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু নেয়। ‘সাড়ে সাত কোটি মানুষের আর একটি নাম মুজিবর এবং কল কল ছল ছল নদী করে টলমল’ গানের কথায় শিল্পীরা নৃত্য পরিবেশন করে। ২টি সমবেত সঙ্গীত, আমি ভাসাইলিরে এবং যতদিন রবে পদ্মা মেঘনা’ গানের কথায় নৃত্যশিল্পীদের ২টি সমবেত নৃত্য, গোবিন্দ কর্মকার, কবিরুজ্জামান মন্ডল ও বিমল চন্দ্রের পরিবেশনায় যন্ত্রসঙ্গীত, জাতীয় পর্যায়ের শিল্পী বেবী এবং উপজেলা পর্যায়ের শিল্পী ইমরান এর পরিবেশনায় একক সঙ্গীত এবং সবশেষে জেলা ব্রান্ডিং এর উপর ভিডিও পরিবেশনা দেখানো হয়। এরপর রাজশাহী জেলার শিল্পীদের পরিবেশনায় সমবেত সঙ্গীত ‘হে বাদামে আগুন কুঞ্জনে লাগালো’; নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ‘যদি রাত পোহালে শোনা যেত’ গানের কথায় সমবেত নৃত্য; একক সঙ্গীত পরিবেশন করে জাতীয় পর্যায়ের শিল্পী রফিকুল আলম এবং রাজশাহির পুঠিয়া উপজেলার শিল্পী শিখা রাণী দাস। সবশেষে কুমিল্লা জেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লার প্রযোজনায় তথ্যচিত্র, যন্ত্রসঙ্গীত শিল্পী রাসেল দেওয়ান, সঞ্জয় দেব এবং মোস্তফা হরি ভূষণ সূত্রধর এর পরিবেশনায় যন্ত্রসঙ্গীত, জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লা’র শিল্পীদের পরিবেশনায় সমবেত সঙ্গীত ‘আব্দুল বারেক সরকারের গীত রচনা ও সুরারোপে ‘ওরে ও বাউল এ মাটিতে জন্মরে তোর এমাটিতে বৃদ্ধি’ হে বন্ধু বঙ্গবন্ধু এবং এস ডি বর্মনের তাকডুম তাকডুম বাজাই গানের কথায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির নৃত্য শিল্পীদের পরিবেশনায় সমবেত নৃত্য পরিবেশিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App