×

জাতীয়

রিটার্নিং কর্মকর্তার কাছে ইশরাকের দুই অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ১২:৩৮ এএম

রিটার্নিং কর্মকর্তার কাছে ইশরাকের দুই অভিযোগ
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রাক্কালে বিএনপির পক্ষ থেকে প্রথম অভিযোগ করা হলো। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন গতকাল শুক্রবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ২টি মৌখিক অভিযোগ দিয়েছেন। নির্বাচনের আগে বিএনপি সমর্থিত কোনো কাউন্সিলরকে গ্রেপ্তার না করার অনুরোধ জানিয়েছেন তিনি। হঠাৎ করেই গতকাল ইশরাক হোসেন রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে তিনি রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের সঙ্গে দেখা করেন। এ সময় ইশরাক হোসেন অভিযোগ করেন কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই গত বৃহস্পতিবার বিকেলে বিএনপি সমর্থিত ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে সাদা পোশাকের পুলিশ গ্রেপ্তার করে। ওই দিনই সন্ধ্যায় ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবদুস সাহেদ মন্টুর কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা হুমকি দিয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য বলেন তিনি। সেখানে উপস্থিত সাংবাদিকদের ইশরাক হোসেন বলেন, আমি মৌখিকভাবে অভিযোগ করেছি। রিটার্নিং কর্মকর্তা লিখিতভাবে অভিযোগ করার জন্য বলেছেন। লিখিতভাবে শনিবার (আজ) রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানানো হবে। তিনি বলেন, নেতাকর্মীদের এভাবে গ্রেপ্তার ও হুমকি দিয়ে সরকার আমাদের নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে চাইছে। কিন্তু আমরা নির্বাচনী মাঠ থেকে সরব না। আমরা জনগণের অধিকার আদায়ের জন্য শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত কাজ করে যাব। নির্বাচন পর্যন্ত বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের গ্রেপ্তার না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঢাকায় যারা বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী, তারা কেউ পালিয়ে যাবে না। কিন্তু রাজনৈতিক মামলার মাধ্যমে তাদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ইশরাক হোসেনের দুই অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, তারা মৌখিক অভিযোগ নিয়ে এসেছিল, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। তাদের লিখিতভাবে অভিযোগ করতে বলেছি। তবে মেয়র প্রার্থী ইশরাকের কথাগুলো আমরা নোট নিয়েছি। আমরা নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেব। বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের গ্রেপ্তার না করার অনুরোধের বিষয়ে তিনি বলেন, হয়রানি করার জন্য কাউকে যেন গ্রেপ্তার না করা হয়। নির্দিষ্ট মামলায় পরোয়ানা থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়ে আমাদের কিছু করার নেই। আমি স্পষ্ট করে বলতে চাই, নির্বাচনী মাঠে সবাই সমান। কেউ ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App