×

জাতীয়

‘বিশ্বব্যাপি মার্কিন দস্যুতার বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান’

Icon

nakib

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ০৮:৩১ পিএম

‘বিশ্বব্যাপি মার্কিন দস্যুতার বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান’
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন রকেট হামলা এবং ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলেমানিসহ ৮ জন সামরিক কর্মকর্তা হত্যার প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সেই সাথে মার্কিন দস্যুতার প্রতিবাদে মধ্যপ্রাচ্যসহ দুনিয়াব্যাপী প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান হয়েছে সমাবেশে। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এ নিন্দা ও প্রতিবাদ জানান হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতন্ত্রিক জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের সম্পাদকনম-লীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল আলম সবুজ। সভা পরিচালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মধ্যপ্রাচ্যসহ গোটা দুনিয়াব্যাপী যুুদ্ধবাজ মার্কিন সা¤্রাজ্যবাদ স্বাধীনতা-সার্বভৌমত্ব লংঘন করে মিথ্যা অভিযোগ এনে একের পর এক হামলা ও হত্যাকা- সংঘটিত করছে। মধ্যপ্রাচ্যে তেল সম্পদের উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা প্রদানে ইসরাইলি ইহুদিবাদী আগ্রাসনে পৃষ্ঠপোষকতা দান ও সৌদি রাজতন্ত্রকে নিরাপদ রাখতে উগ্র ধর্মীয় সংগঠন আইএসকে পুনঃপ্রতিষ্ঠা করতে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘৃণ্য বোমা হামলা করেছে। নেতৃবৃন্দ আরো বলেন, নিজ দেশে ট্রাম্প যখন অভিসংসিত এবং আসন্ন নির্বাচনে পুনঃনির্বাচিত হতে হুমকির সম্মুখীন, সেই সময় নিজের ক্ষমতাকে নিশ্চিত করতে হীন রাজনৈতিক স্বার্থেই ইরাকে এই হামলা করা হয়েছে। নেতৃবৃন্দ স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশ এই হামলার প্রতিবাদ না জানানোয় সরকারের পররাষ্ট্র নীতিরও তীব্র সমালোচনা করেন। নেতৃবৃন্দ প্রতিটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং মধ্যপ্রাচ্যসহ দুনিয়াব্যাপী মার্কিন আগ্রাসন ও দস্যুতার বিরুদ্ধে বাংলাদেশসহ প্রতিটি দেশে সংগ্রামী জনতাকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টন এলাকা প্রদক্ষিণ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App