×

খেলা

বসুন্ধরা নাকি রহমতগঞ্জ কে জিতবে শিরোপা?

Icon

nakib

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ০৯:১০ পিএম

বসুন্ধরা নাকি রহমতগঞ্জ কে জিতবে শিরোপা?
ফেডারেশন কাপের ফাইনালে কাল মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। ফেডারেশন কাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে রহমতগঞ্জ। অপরদিকে বসুন্ধরা কিংস টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলার টিকেট পায়। কিন্তু গতবারের ফাইনালে ঢাকা আবাহনীর বিপক্ষে হেরে রানার্সআপের শিরোপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বসুন্ধরাকে। ফলে আজকের ম্যাচে যে দল জয় পাবে প্রথমবারের মতো ফেডারেশন কাপের শিরোপার স্বাদ পাবে। রহমতগঞ্জের ব্যাপারটি বসুন্ধরার চেয়ে আরো আলাদা। কারণ বসুন্ধরা কিংস ইতোমধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। কিন্তু রহমতগঞ্জ এখনো কোনো শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি। ফলে রহমতগঞ্জ যদি আজকের ফাইনাল ম্যাচটি জেতে তা হলে দেশীয় ফুটবলে প্রথম কোনো প্রতিযোগিতার শিরোপা জিততে পারবে ক্লাবটি। এদিকে দুই দলের মধ্যে শক্তির বিচারে বেশ এগিয়ে আছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। তা ছাড়া এই বসুন্ধরায় রয়েছে জাতীয় দলে খেলা বেশির ভাগ ফুটবলার। এছাড়া বসুন্ধরায় খেলছেন কোস্টারিকা জাতীয় দলের খেলোয়াড় ডেনিয়েল কলিন্দ্রেস। যার রয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা। বসুন্ধরাকে বেশ কয়েকটি ম্যাচে একাই জয় এনে দিয়েছেন তিনি। অন্যদিকে রহমতগঞ্জ দলটি তারুণ্যনির্ভর। তবে এই দল নিয়েই তারা এবারের ফেডারেশন কাপে চমক দেখিয়েছে। ফাইনালে আসতে বসুন্ধরার চেয়ে রহমতগঞ্জের পথটা ছিল কঠিন। কারণ কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে তাদের যথাক্রমে মোকাবেলা করতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ও ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক শিরোপাধারী আবাহনীকে মূল পর্বের খেলায় ১-১ গোলে রুখে দিয়েছিল রহমতগঞ্জ। এরপর টাইব্রেকারে গিয়ে ৪-৩ গোলে হারিয়ে আবাহনীকে বিদায় করে দেয়। এরপর সেমিফাইনালে মোহামেডানের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয় পেয়ে তবেই ফাইনালে আসে গোলাম জিলানির শিষ্যরা। অপরদিকে বসুন্ধরা কিংসও কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনালে আসে টাইব্রেকারে জিতে। কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস প্রতিপক্ষ হিসেবে পায় মুক্তিযোদ্ধা সংসদকে। ওই ম্যাচটির নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। এরপর টাইব্রেকারে গিয়ে মুক্তিযোদ্ধাকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। সেমিতে বসুন্ধরা মুখোমুখি হয় নবাগত বাংলাদেশ পুলিশের বিপক্ষে। তবে সেমিতে তারা দাপট দেখিয়ে পুলিশকে ৩-১ গোলে হারিয়ে তবেই ফাইনালে আসে। এখন শক্তির বিচারে বসুন্ধরা যতই এগিয়ে থাকুক না কেন রহমতগঞ্জ যদি তাদের গত দুই ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখে, তা হলে নতুন ইতিহাস তৈরি হয়ে যেতেও পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App