×

রাজনীতি

ছাত্রলীগের পুনর্মিলনীতে উৎসবের আমেজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ১২:৪৬ পিএম

ছাত্রলীগের পুনর্মিলনীতে উৎসবের আমেজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ। ছবি: সংগৃহীত।

উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আমেজ দেখা গেছে রাজধানীতে।প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলীনতে যোগ দিতে ঢাকা ও  বাইরে থেকে নেতাকর্মী এসেছেন। গোটা উদ্যান ভরে উঠেছে নেতাকর্মীদের পদচারণায়।

শনিবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় অনুষ্ঠান শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে কেন্দ্রের পাশাপাশি সারাদেশের ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারাও হাজির হয়েছেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ। সকাল সাড়ে ৮টায় কার্জন হলে কেক কাটেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (৫ জানুয়ারি) পালিত হবে রক্তদান কর্মসূচি। এরপর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App