×

সারাদেশ

কাজে ফিরেছেন খুলনার পাটকল শ্রমিকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ১১:৫৪ এএম

কাজে ফিরেছেন খুলনার পাটকল শ্রমিকরা
১১ দফা দাবিতে রাজপথে টানা ৫দিন অনশন কর্মসূচি পালনের পর আজ শনিবার (৪ জানুয়ারি) কাজে যোগ দিয়েছে খুলনা যাশোর অঞ্চলের পাটকলের শ্রমিকরা। পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের প্রতিশ্রুতিতে শ্রমিকরা ভোর ৬৬টায় স্ব স্ব কর্মস্থলে যোগ দিয়ে মিলের উৎপাদন শুরু করে। এদিকে বৃহসপতিবার পাটমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের পর আজ সকালে খুলনায় গেট সভা করেছে শ্রমিক নেতারা। সকাল সাড়ে ৯টায় ক্রিসেন্ট, প্লাটিনম, খালিশপুর, দৌলতপর, ষ্টার, আলীম, ইর্ষ্টাণ, জেজেধাই ও কার্পেটিং জুট মিল গেটে পৃথক পৃথক সমাবেশ করে সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের আহবায়ক আঃ হামিদ সরদার, যুগ্ম আহবায়ক মোঃ মুরাদ হোসেন, মোঃ সোহরাব হোসেন ও হুমায়ুন কবির । সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আগামী ১৫ দিনের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে পাটমন্ত্রী। নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে আবারও কঠোর কর্মসূচি ঘোষণারও হুমকি দেন শ্রমিক নেতারা। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর দুপুর ২টায় খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা রাজপথে অনশন শুরু করে। আন্দোলনরত শ্রমিকনেতাদের সাথে গত বৃহস্পতিবার বৈঠকে সিদ্ধান্তর পর অনশন ভঙ্গ করেন প্রায় অর্ধলাখ শ্রমিক। https://www.youtube.com/watch?v=_Qy0rlkXhKs

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App