×

খেলা

আত্মঘাতী গোলে বাঁচল সেভিয়া

Icon

nakib

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ০৯:১৯ পিএম

আত্মঘাতী গোলে বাঁচল সেভিয়া
স্প্যানিশ লা লিগায় আত্মঘাতী গোল পেয়ে অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেভিয়া। আজ ম্যাচটিতে বিলবাওয়ের হয়ে গোল করেন আন্দের কাপা। অপরদিকে সেভিয়া তাদের আত্মঘাতী গোলটি পায় বিলবাওয়ের ডিফেন্ডার উনাই নুনেজের পা থেকে। গতকালের ম্যাচটিতে সেভিয়ার সামনে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ ছিল। কিন্তু তারা ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় গোল হজম করে বসে। ম্যাচের প্রথম দিকে গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সেভিয়া। কিন্তু তাদের কপাল খারাপ বলতে হয়। ম্যাচের ৩৫ মিনিটের সময় বানেগারের করা নিশ্চিত গোলের শট গোলবারে লেগে ফিরে আসে। এরপর আরো একটি সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি তারা। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই তাদের বিরতিতে যেতে হয়। বিরতি থেকে ফিরে এসে ৬০ মিনিট পর্যন্ত গোল করতে পারেনি তারা। কিন্তু ৬১ মিনিটের মাথায় আত্মঘাতী শট থেকে গোল পেয়ে সমতা পায় সেভিয়া। অ্যাতলেটিকো বিলবাওয়ের ডিফেন্ডার উনাই নুনেজ বল ক্লিয়ার করতে গিয়ে বল নিজেদের জালেই ঢুকিয়ে দেন। এই ড্রয়ের মাধ্যমে বিলবাও টানা ৩ ম্যাচে ড্র করল। ম্যাচটিতে সেভিয়া আত্মঘাতী গোল পেয়ে হার থেকে বাঁচলেও বল দখলের লড়াইয়ে অ্যাতলেটিকো বিলবাওয়ের চেয়ে ঢের এগিয়েছিল। পুরো ম্যাচে বিলবাও যেখানে মাত্র ৩৫ বাগ সময় বল নিজেদের দখলে রাখতে সমর্থ হয় সেখানে সেভিয়া ম্যাচের ৬৫ ভাগ সময় বল নিজেদের দখলে রাখতে সমর্থ হয়। তা ছাড়া প্রতিপক্ষের জাল লক্ষ্য করে শট করার দিক দিয়েও এগিয়েছিল সেভিয়া। পুরো ম্যাচে তারা বিলবাওয়ের জাল লক্ষ্য করে ৪ বার শট করতে সমর্থ হয়। সেখানে বিলবাও সেভিয়ার জাল লক্ষ্য করে মাত্র ১ বার শট করতে সমর্থ হয়। তবে এই একটি শট করে একটিকেই গোলে রূপান্তর করে তারা। লা লিগার অপর ম্যাচে ভালদোলিদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লেগানেস। ম্যাচটিতে ভালদোলিদের হয়ে জোড়া গোল করেন এনেস উনাই। অপরদিকে লেগানেসের হয়ে গোল করেন মার্টিন ব্রাথওয়েট ও রক মেসা। লেগানেস ম্যাচটির প্রথমার্ধেই ২-১ গোলের লিড পেয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করে এনেস উনাই ভালদোলিদকে সমতা এনে দেন। শেষ মুহূর্তে লেগানের কপাল পোড়ে অতিরিক্ত রক্ষণাত্মক ভঙ্গিতে খেলায়। ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলের লিড পেয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধের পুরো সময় আক্রমণের বদলে গোল বাঁচানোয় মনোযোগ দেয় ক্লাবটি। আর এই সুযোগটিই শেষে এসে কাজে লাগায় ভালদোলিদ। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলায় স্বাভাবিকভাবেই ভালদোলিদের চেয়ে বল দখলে পিছিয়েছিল লেগানেস। যেখানে পুরো ম্যাচে ভালদোলিদ ৬৪ ভাগ সময় বল নিজেদের দখলে রাখতে সমর্থ হয়। সেখানে লেগানেস ৩৬ ভাগ সময় বল নিজেদের দখলে রাখতে সমর্থ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App