×

জাতীয়

হঠাৎ আরেক দফা ঝাঁঝ বেড়ে ১৮০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ০৮:১০ পিএম

হঠাৎ আরেক দফা ঝাঁঝ বেড়ে ১৮০
হঠাৎ করেই আরেক দফা ঝাঁঝ বেড়ে গেছে পেঁয়াজের। মাত্র একদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩০ টাকার মতো। রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে। অথচ গেল সপ্তাহেও বিক্রি হতে দেখা গেছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। হঠাৎ করেই আরেক দফা ঝাঁঝ বেড়ে যাওয়া পেঁয়াজ কিনতে বাজারে গিয়ে হতবাক ক্রেতারা। শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের পর যাত্রাবাড়ী বউবাজারে গিয়ে এমন পরিস্থিতিই দেখা গেছে। খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ১৮০-১৯০ টাকা। ক্রেতারা এসে পেয়াজের দাম শুনে নানা প্রশ্ন করছেন বিক্রেতাদের। তবে সদুত্তর পাচ্ছেন কেউই। একদিন আগে বৃহস্পতিবারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০ টাকায় হঠাৎ করেই তা দাঁড়িয়েছে ১৮০ টাকায়। দেশি পেঁয়াজের বিকল্প যে ভারতীয় পেঁয়াজের দিকে স্বস্তির চোখ ছিল এতোদিন সেটার দামও চড়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। দাম বাড়ার কারণ জানাতে গিলে রফিকুল ইসলাম নামে এক খুচরা ব্যবসায়ী বলেন, সামনে রমজান। এহন যতই নতুন পেঁয়াজ আমদানি হোক না কেন পেঁয়াজের দাম আর কমার সুযোগ নাই। তিনি বলেন, শুধু পেঁয়াজ না রসুন, ছোলা, চিনি, ভোজ্য তেল ও মসলাজাতীয় সব পণ্যের দাম বেড়েছে। বিক্রেতা জানে আলম জানান, আড়ৎ থেকেই আমাদের বেশি দামে কিনতে হচ্ছে তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। দাম বাড়ার পেছনে খুচরা ব্যবসায়ীদের কোনো হাত নেই বলে দাবি করেন এই পেঁয়াজ ব্যবসায়ী। নাজমুস সাকিব নামে এক ক্রেতা বলেন, বৃহস্পতিবার দেশি পেঁয়াজ কিনেছিলাম ১২০ টাকায়। কিন্তু আজ শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের পরে এসে দেখি তা ১৮০ টাকা। ভাবতেই পারছি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App