×

খেলা

লিভারপুলের এক বছর অপরাজিত থাকার রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ০৯:৫৩ পিএম

লিভারপুলের এক বছর অপরাজিত থাকার রেকর্ড
ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় দল হিসেবে টানা এক বছর অপরাজিত থাকার রেকর্ড গড়েছে লিভারপুল। শুক্রবার প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারানোর মাধ্যমে এই রেকর্ড গড়ে ফেলে তারা। গত বছরের জানুয়ারিতে লিগে সর্বশেষ বার হারের স্বাদ পেয়েছিল জার্গেন ক্লপের শিষ্যরা। লিভারপুলের আগে টানা এক বছর অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল আর্সেনাল ও চেলসি। ম্যাচটিতে লিভারপুলের হয়ে গোল করেন মোহাম্মদ সালাহ ও সাদিও মানে। আরো ৬ ম্যাচ আগেই প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বোচ্চ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। এখন তৃতীয় দল হিসেবে টানা এক বছর অপরাজিত থাকার রেকর্ডটিও ছুয়ে ফেলল তারা। এখন লিভারপুলের সামনে রয়েছে ২০০৪-২০০৫ সালে চেলসির করা টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি ভাঙার সুযোগ। লিভারপুল এখন অপরাজিত রয়েছে ৩৭ ম্যাচে। আর ৪টি ম্যাচে অপরাজিত থাকতে পারলেই চেলসিকে টপকে প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত থাকার রেকর্ডটি নিজেদের করে নিতে পারবে মানে-সালাহরা। এদিকে এই জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগে আবার ১৩ পয়েন্টের লিড নিয়েছে জার্গেন ক্লপের শিষ্যরা। ২০ ম্যাচ খেলে ১৯টি জয় ও ১টি ম্যাচে হেরে তারা সংগ্রহ করে ৫৮ পয়েন্ট। টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিস্টার সিটি। তারা ২১ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৪৫ পয়েন্ট। আর তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তাদের পয়েন্ট ৪৪। ২০ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট সংগ্রহ করে লিভারপুল ২০১৭-১৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড ছুয়েছে। ম্যানইউও ওই মৌসুমে ২০ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট সংগ্রহ করেছে। ফলে মৌসুম অর্ধেক পেরুতেই অনেকে লিভারপুলকে প্রিমিয়ার লিগের বিজয়ী ঘোষণা করে দিচ্ছে। ম্যাচটিতে শুক্রবার লিভারপুল খেলোয়াড়রা ৯৭০ বার বল পাসিং করেছে, যা ক্লাবটির ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ পাসের রেকর্ড। লিভারপুল শুধু পাসের দিক দিয়েই এগিয়েছিল না, বল দখলের দিক দিয়েও শেফিল্ডের চেয়ে ঢের এগিয়েছিল। পুরো ম্যাচে লিভারপুল ৭৫ ভাগ সময় বল নিজেদের দখলে রাখতে সমর্থ হয়। অপরদিকে শেফিল্ড ইউনাইটেড মাত্র ২৫ ভাগ সময় বল নিজেদের দখলে রাখতে সমর্থ হয়। এছাড়া প্রতিপক্ষের জাল লক্ষ্য করে শট করার দিক দিয়েও আধিপত্য দেখিয়েছে ক্লপের শিষ্যরা। পুরো ম্যাচে লিভারপুল যেখানে ৭ বার শেফিল্ডের জাল লক্ষ্য করে শট করেছে সেখানে শেফিল্ড মাত্র ২ বার লিভারপুলের জাল লক্ষ্য করে শট করতে সমর্থ হয়েছে। কিন্তু এই ২টি শট থেকে তারা কোনো গোল তুলে নিতে পারেনি। অপরদিকে লিভারপুল ৭ বার শট নিয়ে দুই বার শটকে গোলে রূপান্তর করেছে। ম্যাচটিতে লিভারপুলের গোলের ব্যবধান আরো বড় হতে পারত। কিন্তু শেফিল্ডের গোলরক্ষক ডিন হ্যান্ডারসনের দক্ষতার কারণে বড় হার থেকে বেঁচে যায় ক্লাবটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App