×

খেলা

লাবুশানের সেঞ্চুরিতে চালকের আসনে অজিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ১০:১৪ পিএম

লাবুশানের সেঞ্চুরিতে চালকের আসনে অজিরা
সিডনি টেস্টে লাবুশানের শতকের ওপর ভর করে চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিনের খেলা শেষে অজিরা মাত্র ৩ উইকেট হারিয়ে ২৮৩ রানে শক্ত অবস্থানে তারা। ১৩০ রান নিয়ে ক্রিজে অপরাজিত লাবুসানে এবং ২২ রানে ম্যাথ্যু ওয়েড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। ৯৫ রানে ২ উইকেট পড়ার পর জুটি বাঁধেন স্মিথ আর লাবুশানে। এই দুজনের ব্যাটে আসে ১৫৬ রানের বিশাল জুটি। ১৮২ বলে ৬৩ রান করে দলীয় ২৫১ রানের মাথায় আউট হন স্মিথ। ১৮২ বল মোকাবেলায় ৪ চারে ৬৩ রান করে গ্র্যান্ডহোমের বলে টেইলরের তালুবন্দি হন তিনি। তবে লাবুশানে থাকেন ক্রিজে। স্মিথ আউট হওয়ার আগেই সেঞ্চুরির দেখা পান। ২১০ বল খেলে ১ ছক্কা ১২ চারে ১৩০ রান করেন তিনি। স্মিথের পর ম্যাথ্যু ওয়েডকে নিয়ে ৩২ রানের জুটি গড়ে প্রথম দিন পার করেন লাবুশানে। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট নেন কলিন ডি গ্র্যান্ডহোম এবং ১ উইকেট পেয়েছেন নেইল ওয়াগনার। মারনাস লাবুসানে ক্যারিয়ারটা শুরু হয়েছিল ২০১৮ সালের ৭ অক্টোবর দুবাই টেস্টে পাকিস্তানের বিপক্ষে শূন্য দিয়ে। সেই পাকিস্তানের বিপক্ষেই এক বছর পর টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন লাবুসানে। গত বছর ব্রিসবেনে ১৮৫ রানের নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির পর লাবুসানে এখন শুধু করেই চলেছেন শতক আর শতক! সবশেষ ৫ টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা ৪টি। অর্ধশতক আছে দুটি। ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট সেঞ্চুরির পরের টেস্ট খেলতে নামেন অ্যাডিলেডে। দিন রাতের সেই টেস্টে অস্ট্রেলিয়ার একমাত্র ইনিংসে লাবুসানে করলেন ১৬২ রান। গেল বছরের শেষ মাসে নিউজিল্যান্ড এলো টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায়। সিরিজের প্রথম ম্যাচ পার্থে লাবুসানের ব্যাট প্রথম ইনিংসে হাসল ১৪৩ রানের ঝলমলে হাসিতে। দ্বিতীয় ইনিংসে পাক্কা ৫০ রান। মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে লাবুসানে প্রথম ইনিংসে করেন ৬৩ রান। সিডনিতে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টেও পেলেন সেঞ্চুরি। ফলে এ পর্যন্ত খেলা ১৩ টেস্টে তার সংগ্রহ ৪ সেঞ্চুরি ও ৭টি হাফসেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মিডলঅর্ডারে আরো অনেকদিন খেলার জন্যই এসেছেন ২৬ বছর বয়সী প্রতিভাবান এই ডানহাতি ব্যাটসম্যান। শুধু ব্যাটিংই নয়, লেগস্পিনটাই বেশ ভালোই পারেন তিনি। ১৩ টেস্টে তার শিকার ১২ উইকেট। ফিল্ডিংয়েও দারুণ দক্ষ তিনি। যেখানে লাবুসানের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড খুব অসাধারণ কিছু ছিল না। ৭৪টি প্রথম শ্রেণির ম্যাচে সেঞ্চুরি মাত্র ১২টি। রান গড় ৪১.৭৯। প্রথম ২ টেস্টে বাজেভাবে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় নিউজিল্যান্ড। সে লজ্জা এড়ানোর লড়াইয়ে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, হেনরি নিকলস ও মিচেল স্যান্টনারকে ছাড়া খেলতে নেমেছে সফরকারীরা। ভাইরাল জ্বরে আক্রান্ত এই ৩ জনসহ আরো ২ পরিবর্তন এসেছে নিউজিল্যান্ড একাদশে। অন্যদিকে যথারীতি স্বরূপে অস্ট্রেলিয়া। সংক্ষিপ্ত স্কোর- প্রথম দিন শেষে, অস্ট্রেলিয়া- ২৮৩/৩ (ওয়ার্নার ৪৫, স্মিথ ৬৩, লাবুশেন ১৩০*; গ্র্যান্ডহোম ২/৬৩)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App