×

অর্থনীতি

শীত উপেক্ষা করে ভিড় বাড়ছে বাণিজ্যমেলায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ০৩:১২ পিএম

শীত উপেক্ষা করে ভিড় বাড়ছে বাণিজ্যমেলায়
শীত উপেক্ষা করে ভিড় বাড়ছে বাণিজ্যমেলায়
শীত উপেক্ষা করে ভিড় বাড়ছে বাণিজ্যমেলায়

ছুটির দিনে বাণিজ্য মেলায় ভিড় বাড়ছে। ছবি: ভোরের কাগজ।

শীত উপেক্ষা করে ভিড় বাড়ছে বাণিজ্যমেলায়

মেলাচত্বরে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। ছবি: ভোরের কাগজ।

 রাজধানীর শেরেবোংলা নগরে অনুষ্ঠিত ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দেখা দিয়েছে ক্রেতা-দর্শনার্থীর সংকট। মেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) সকাল ১০টায় গেট খুললেও প্রায় সরাদিনই ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ছিল অনেক কম ছিল। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের কিছুটা আনাগোনা দেখা গেছে। যদিও আবহাওয়া প্রতিকূল থাকায় আশানুরূপর ক্রেতা সমাগম নিয়ে সন্দেহ রয়েছে। বিকেলে ভিড় বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, অল্পসংখ্যক ক্রেতা-দর্শনার্থীরা ঘোরাঘুরি করছেন। মেলাপ্রাঙ্গণের কোথাও একসঙ্গে ১০ জনের আনাগোনা চোখে পড়েনি। এমনকি মেলার গেট দিয়েও দর্শনার্থীদের প্রবেশের চাপ দেখা যায়নি। এ ব্যাপারে মেলা সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাণিজ্যমেলা মাত্র শুরু হলো। প্রতি বছরই মেলার শুরুতে লোকসমাগম একটু কম থাকে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর ক্রেতা-দর্শনার্থী মেলায় প্রবেশ করে, অনেক সময় সামলাতে হিমশিম খেতে হয়।

এদিকে বাণিজ্যমেলার দ্বিতীয় দিনেও সম্পন্ন হয়নি অনেক স্টলের নির্মাণকাজ। যেসব স্টল নির্মিত হয়েছে সেখানে আবার কেউ কেউ ব্যস্ত রয়েছেন পণ্যের পসরা সাজাতে। শুক্রবার ছুটির দিন হওয়ায় আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন স্টল মালিকরা। যেসব স্টলে এখনও কাজ শেষ হয়নি সেখানে দ্রুত কাজ চলছে। আয়োজকরা বলছেন, যেসব স্টল নির্মাণের কাজ চলছে তা দু-চারদিনের মধ্যেই সম্পন্ন হবে।

[caption id="attachment_192413" align="aligncenter" width="700"] মেলাচত্বরে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। ছবি: ভোরের কাগজ।[/caption]

মেলাসংশ্লিষ্ট কর্মীরা বলছেন, প্রথম সাপ্তাহিক ছুটির দিনের (শুক্রবার) আগেই সব স্টলের নির্মাণকাজ সম্পন্ন করার কথা। তবে অন্য সব স্টলে পণ্যের পসরা সাজানো থাকলেও চোখে পড়ছে না বিক্রির চিত্র। দর্শনীরা আসছেন, স্টল ঘুরেই সময় পারছেন করছেন অনেকে। মেলায় ঘুরতে আসা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেসিকা লিপি জানান, শুধু ঘুরতে এসেছি। কেনাকাটা করব আরো পরে, তা ছাড়া মেলা এখনো পুরোপুরি জমেনি।

বৃহস্পতিবার মেলার গেটে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, মেলার প্রথম দিক বলে দর্শনার্থীরা তেমন আসছেন না। তা ছাড়া মেলার অনেক স্টল এখনো প্রস্তুত হয়নি। বিকেলে হয় তো কিছু দর্শনার্থী আসবে। তবে মেলা মূলত জমে উঠবে এক সপ্তাহ পর।

উল্লেখ্য, ২১ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের বাণিজ্যমেলা। এবারের মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়ন রাখা হয়েছে ৬৪টি। এ ছাড়া সাধারণ প্যাভিলিয়ন ১৩টি, সাধারণ মিনি প্যাভিলিয়ন ৫৯টি, প্রিমিয়াম মিনি প্যাভিলিয়ন ৪২টি রাখা হয়েছে। মেলা প্রাঙ্গণে রেস্তোরাঁ ২টি, স্ন্যাকস বুথ ৭টি, প্রিমিয়ার স্টল ৮৪টি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৬টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৮টি, সাধারণ স্টল ১০৭টি, ফুড স্টল ৩৫টি রয়েছে। বিদেশি প্যাভিলিয়ন রয়েছে ২৭টি, বিদেশি মিনি প্যাভিলিয়ন ১১টি ও বিদেশি প্রিমিয়াম স্টল ১৭টি। প্রবেশের জন্য প্রাপ্ত বয়স্কদের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা- যা গত বছর ছিল ৩০ টাকা। তবে অপ্রাপ্ত বয়স্কদের টিকেটের মূল্য আগের মতো ২০ টাকা রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App