×

আন্তর্জাতিক

বাগদাদে রকেট হামলায় ইরানি কমান্ডার নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ১১:১৬ এএম

বাগদাদে রকেট হামলায় ইরানি কমান্ডার নিহত
ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) কুর্দস ফোর্স ইউনিটের কমান্ডার মেজর কাসেম সোলাইমানি নিহত হয়েছেন। এসময় ইরান-সমর্থিত ইরাকি পপুলার মবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) উপ-প্রধান আবু মাহদী আল-মুহান্দিসও নিহত হয়েছেন বলে পেন্টাগন ও আন্তর্জাতিক বিমানবন্দর পিএমএফ'র বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন। বাগদাদ বিমানবন্দরে শুক্রবার ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরাকের রাষ্ট্রিয় টেলিভিশন। বাগদাদ বিমানবন্দর কতৃপকক্ষের বরাত দিয়ে সিএনএন জানায় কার্গো টার্মিনালের কাছে দুটো গাড়িতে মার্কিন হেলিকপ্টার থেকে ছোড়া তিনটি রকেট আঘাত হানে। এর মধ্যে একটি গাড়িতে ছিলেন জেনারেল সোলেমানি ও মিলিশিয়া নেতা আল-মুহান্দিস। আর তাদের নিরাপত্তার জন্য ইরাকের প্যারা মিলিটারি ফোর্সের সদস্যরা ছিলেন দ্বিতীয় গাড়িতে। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয় "রাষ্ট্রপতির নির্দেশে, বিদেশে মার্কিন কর্মীদের রক্ষা ও ভবিষ্যতের ইরানি হামলার পরিকল্পনা রোধ করার লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী কাসেম সোলাইমানিকে হত্যা করে। বিবৃতিতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে যেখানেই হোক না কেন আমাদের মানুষ এবং আমাদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।" পেন্টাগনের মতে, সোলাইমানি "ইরাক এবং অঞ্চলজুড়ে আমেরিকান কূটনীতিক এবং পরিষেবা সদস্যদের আক্রমণ করার জন্য সক্রিয়ভাবে পরিকল্পনা তৈরি করছিলেন।" পেন্টাগন আরও জানিয়েছে, সোলাইমানি ও তার কুডস ফোর্স শত শত আমেরিকান ও জোট বাহিনীর সদস্যদের মৃত্যু এবং আরও কয়েক হাজার আহত হওয়ার জন্য দায়ী ছিল। পিএমএফ সমর্থক এবং সদস্যরা এই সপ্তাহে একটি পৃথক ঘটনায় বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা চালানোর চেষ্টা করেছিল সোলাইমানি সেই আক্রমণকেও অনুমোদন করেছিলেন বলে দাবি পেন্টাগনের। তবে এ ঘটনার পর ভয়ঙ্কর প্রতিশোধের হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর সাবেক কমান্ডার মোহসেন রেজাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App