×

খেলা

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ১০:১০ পিএম

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা
চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলের প্রথম আসর ফেডারেশন কাপে নবাগত বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির ফাইনাল নিশ্চিত করল বসুন্ধরা কিংস। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে পুলিশ এফসিকে ৩-০ গোলে পরাজিত করে গতবারের রানার্সআপরা। আগামীকাল একই ভেন্যুতে বিকেল ৪টায় শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটি। ম্যাচটি মাঠ থেকে সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভি। বসুন্ধরা বিগ বাজেটের দল। ময়দানি লড়াইয়েও এগিয়ে ছিল তারা। দলে আছে বিশ্বকাপের খেলোয়াড়। যে দলটি মাঠে দর্শক নিয়ে আসছে নিয়মিত। এই দল সেমিফাইনালে বিদায় নেবে তা কী করে হয়! গতকাল ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে সেই অপ্রত্যাশিত ঘটনা ঘটতে দেয়নি বসুন্ধরা কিংস। খেলার নবম মিনিটে পুলিশের বিদেশি রিক্রুট বুলগেরিয়ার মিডফিল্ডার আন্তোনিও লাসকভের ফ্রি কিক ফিস্ট করে ফেরান বসুন্ধরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ৩ মিনিট পর কোস্টারিকার ফরোয়ার্ড ডেনিয়েল কলিন্দ্রেস সোলেরার ব্যাক ভলি পুলিশের জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। এরপর বখতিয়ারের থ্রু পাস ধরে আক্রমণে ওঠা সোলেরাকে পেছন থেকে খান মোহাম্মদ তারা ফাউল করলে পেনাল্টি পায় বসুন্ধরা। খেলার ১৭ মিনিটে তপু বর্মণ নিখুঁত শটে দলকে এগিয়ে নেন। বখতিয়ারের চমৎকার পাসে বল পেয়ে দ্রুত গতিতে ডি বক্সে প্রবেশ করেন ড্যানিয়েল কলিনড্রেস। তাকে রুখতে না পেরে পেছন থেকে ট্যাকল করেন পুলিশ এফসির ডিফেন্ডার তারা খান। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পাশাপাশি হলুদ কার্ডও দেখান তারাকে। ২৬তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও মাহবুবুর রহমান সুফিল উড়িয়ে মারলে ব্যবধান দ্বিগুণ হয়নি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বর্তমান বিপিএল চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের মাত্রা আরো বাড়িয়ে দেয় বসুন্ধরা। শুরুতেই একটা সহজ সুযোগ পেয়েছিলেন বসুন্ধরার তাজিক ফরোয়ার্ড আখতাম নাজারভ। কিন্তু তার শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। তবে ব্যবধান বাড়াতে খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি। ৫০ মিনিটে ডান দিক দিয়ে দ্রুত আক্রমণে ওঠা সোলেরা কাছের পোস্ট দিয়ে পরাস্ত করেন (২-০) আরিফুজ্জামান হিমেলকে। প্রতিপক্ষ ডিফেন্ডার আর্থার মুলাদজানভ ও তারা খানকে পরাস্ত করে অনেকটা ড্রিবলিং করে বল নিয়ে ডি বক্সে প্রবেশ করেন কলিনড্রেস। ডান প্রান্ত থেকে তার বুলেটগতির শট থামাতে পারেননি পুলিশ এফসির গোলরক্ষক হিমেল। ব্যবধান দ্বিগুণের সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণও নিয়ে নেয় অস্কার ব্রুজোনের শিষ্যরা। বাংলাদেশ পুলিশ এফসি ৫৫তম মিনিটে আরেক গোল হজম করতে বসেছিল। হিমেলের গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর মোহাম্মদ ইব্রাহিম টোকা দিলে বল পান সামনে থাকা বখতিয়ার। এই মিডফিল্ডারের শট গোললাইন থেকে ফেরান পুলিশের এক ডিফেন্ডার। ছয় মিনিট পর লক্ষ্যভ্রষ্ট হেডে ব্যবধান বাড়াতে পারেননি তপু বর্মণ। ৮৬তম মিনিটে ইব্রাহিম জাল খুঁজে পেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। এরপর নাজারভের শটও লক্ষ্যভ্রষ্ট হয়। অতিরিক্ত সময়ে পুলিশ দলের সিডনি রিভেরাইরার জোরালো শট অল্পের জন্য পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে আর ম্যাচে ফেরা হয়নি তাদের। উল্টো শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে (৯০+৩ মিনিটে) দারুণ শটে বসুন্ধরার বড় জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ডেলমন্তে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App