×

খেলা

পাঁচ ম্যাচ পর আর্সেনালের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ০৪:০১ পিএম

পাঁচ ম্যাচ পর আর্সেনালের জয়
প্রিমিয়ার লিগে টানা ৫ ম্যাচে জয়বঞ্চিত থাকার পর প্রথম জয় পেয়েছে আর্সেনাল। বৃহস্পতিবার পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচটিতে আর্সেনালের হয়ে গোল করেন নিকোলাস পেপে ও সক্রেটিস পাপাসথাপোলিস। এছাড়া এই জয়ের মাধ্যমে দলটির নতুন কোচ মাইকেল আরতেতাকে প্রথম জয়ের স্বাদ পেয়েছেন। আর্সেনালের বিপক্ষে এই ম্যাচটি হারলেও ম্যানইউ টেবিলের ৫ নম্বরেই রয়েছে। অপরদিকে এই জয়ের মাধ্যমে আর্সেনাল পয়েন্ট টেবিলের ১০ নম্বরে উঠে এসেছে। অন্যদিকে গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। ম্যাচটিতে এভারটনের হয়ে একমাত্র গোলটি করেন রিচার্লিসন। প্রিমিয়ার লিগে ম্যানসিটি এখন রয়েছে ৩ নম্বরে। কিন্তু এক নম্বরে থাকা লিভারপুলের চেয়ে তারা পিছিয়ে রয়েছে ১১ পয়েন্টে। ফলে তাদের লিগের শিরোপা ধরে রাখা অনেকটাই অসম্ভব ব্যাপার। তবে ম্যানসিটি বস পেপ গার্দিওলা জানিয়েছেন এখনই আশা ছেড়ে দিতে চান না। ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘যখন আপনি একটি জিনিস থেকে দূরে চলে যান তখন আশা ছেড়ে দেন। কিন্তু আমরা কখনো আশা ছাড়ি না। আমাদের এগিয়ে যেতে হবে। দিনের অপর ম্যাচে টটেনহামকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে সাউদাম্পটন। তবে সাউদাম্পটন চমক দেখাচ্ছে বেশ কয়েকদিন ধরেই। দলটি প্রিমিয়ার লিগে তাদের খেলা শেষ ৫টি ম্যাচের ৩টিতেই জয় তুলে নিয়েছে। এখন সাউদাম্পটন উঠে এসেছে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে। অপরদিকে টটেনহাম রয়েছে টেবিলের ৬ নম্বরে। এদিকে এই ম্যাচটিতে সাউদাম্পটনের পরিকল্পনার গুপ্তচরগিরি করেছেন টটেনহাম কোচ জোসে মরিনহো। এ জন্য ম্যাচটিতে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। টটেনহাম ও সাউদাম্পটনের ম্যাচের চেয়ে আরো বড় চমক দেখা গেছে ওলভারহামটন ও ওয়াটফোর্ডের ম্যাচে। দুই ম্যাচ আগে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটিকে হারানো ওলভারহামটন ২-১ গোলে হেরেছে ওয়াটফোর্ডের বিপক্ষে। ম্যাচটিতে ওয়াটফোর্ডের হয়ে গোল করেন জিরার্ড দিওলোফিউ ও আব্দুল্লায়ে দৌকার। আর ওলভারহামটনের বিপক্ষে একমাত্র গোলটি করেন পেদরো নেতো। ওয়াটফোর্ড বর্তমানে রয়েছে পয়েন্ট টেবিলের ১৯ নম্বরে। ২১ ম্যাচ খেলে এটি তাদের চতুর্থ জয়। এখন দলটি রয়েছে অবনমন হওয়ায় শঙ্কায়। এছাড়া দিনের আরেক ম্যাচে নিউক্যাসলকে ৩-০ গোলে হারিয়েছে লিস্টার সিটি। ম্যাচটিতে লিস্টার সিটির হয়ে গোল করেন আয়োজা পেরেজ, জেমস ম্যাডিসন ও হামজা চৌধুরী। লিস্টার সিটি বর্তমানে রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। তারা তৃতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে ১ পয়েন্টে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। ম্যাচটিতে লিস্টারসিটি বলতে গেলে একক আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয়। যেখানে লিস্টার ম্যাচের পুরো সময়ের ৭৭ ভাগ সময় বল নিজেদের দখলে রাখতে সমর্থ হয় সেখানে নিউক্যাসল মাত্র ২৩ ভাগ সময় বল নিজেদের দখলে রাখতে সমর্থ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App