×

খেলা

নতুন বছরে প্রথম গোল পেলেন হামজা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ১০:০০ পিএম

নতুন বছরে প্রথম গোল পেলেন হামজা
বাংলাদেশি বংশোদ্ভ‚ত হামজা চৌধুরী প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করেছেন। তিনি খেলেন ইংলিশ ক্লাব লিস্টার সিটির হয়ে। এই মিডফিল্ডার ২০১৫ সালে ক্যারিয়ার শুরু করেন এই ক্লাবে। তবে তিনি তার প্রথম গোলটি পেয়েছেন এই ২০২০ সালে। গত ১ জানুয়ারি নিউক্যাসলের বিপক্ষে নিজের গোলের খাতা খোলেন তিনি। এরমাধ্যমে প্রিমিয়ার লিগের ইতিহাসে বাংলাদেশি বংশোদ্ভ‚ত কেউ গোল করেন। লিস্টার সিটির হয়ে এখন পর্যন্ত ২৯টি ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু মিডফিল্ডে খেলায় হামজা গোল করার বদলে গোল বানিয়ে দেয়ার কাজটি বেশি করেন। হামজা চৌধুরী মূলত তার মায়ের দিক দিয়ে বাংলাদেশি। তার মা সিলেটের হবিগঞ্জের আদি বাসিন্দা। আর বাবা ছিলেন জ্যামাইকান। যদিও বর্তমানে তিনি তার মায়ের সঙ্গে থাকেন। হামজা তার ছোটবেলায় বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন। এমনকি তিনি ব্রিটিশ হলেও বাংলাদেশিদের মতো অনর্গল বাংলা বলতে পারেন। তাছাড়া তার মা তাকে বাংলাদেশের পরিবেশে বড় করেছেন। হামজা মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরিফও পাঠ করতে পারেন। একবার তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন প্রতিটি ম্যাচে নামার আগে তিনি ‘আয়াতুল কুরসি’ পাঠ করে মাঠে নামেন। হামজা চৌধুরী এখনো ইংল্যান্ডের জাতীয় দলের জার্সি গায়ে চাপাননি। তবে তিনি ইতোমধ্যে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের পরবর্তী প্রজন্মের ফুটবলারদের মধ্যে তাকে অন্যতম হিসেবে ধরা হয়। এমনকি কাতারের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ বিশ্বকাপে তাকে ইংল্যান্ডের জার্সি গায়ে দেখা যেতে পারে। হামজা তার ফুটবলে হাতেখড়ি শুরু করেন লিস্টার সিটি একাডেমিতে। তার খেলার ধরন দেখে ইউরোপের বেশ কয়েকটি ক্লাব তাকে তাদের দলে নিতে চেয়েছিল। কিন্তু লিস্টার সিটি তাদের খেলোয়াড় তারাই রেখে দেয়। ২০১৫ সালে ডাক পান মূল দলে। কিন্তু এরপর ২০১৬ সালে এক বছরের জন্য ইংল্যান্ড ফুটবলের তৃতীয় স্তরের প্রতিযোগিতা লিগ ওয়ানে বার্টন আলবিয়নের হয়ে লোনে খেলতে যান তিনি। এরপর ২০১৭ সালে আবার যোগ দেন লিস্টার সিটির মূল দলে। এরপর থেকে তিনি নিয়মিতই লিস্টারের হয়ে ম্যাচ খেলছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App