×

অর্থনীতি

বাগে আসেনি পেঁয়াজ, নতুন করে উল্লম্ফন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ০৫:৪৮ পিএম

বাগে আসেনি পেঁয়াজ, নতুন করে উল্লম্ফন
বাগে আসেনি পেঁয়াজ, নতুন করে উল্লম্ফন
পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে তুরস্ক, পাকিস্তান, মিয়ানমার থেকে আমদানি করা হয়েছে বেশ আগে। ফের দুই লাখ টন পেঁয়াজ আমদানির নির্দেশও দিয়েছে সরকার। এরই মধ্যে আবার বাজারে নতুন পেঁয়াজের আমদানিও অনেক। তার ওপর বাজার নিয়ন্ত্রণে অব্যাহতভাবে কাজ করছে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবি)। ‍উন্মুক্ত বাজারে প্রতিনিয়ত ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছেন ডিলাররা। এতোকিছুর পরেও পেঁয়াজের দাম কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বরং শুক্রবারে (৩ জানুয়ারি) পেঁয়াজের দাম বেড়েছে এক লাফে প্রতি কেজি ৩০/৩৫ টাকা তরে। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে। বাজারে গিয়ে হতবাক ক্রেতারা। এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ ১২০-১৪০ টাকায় কিনেছেন ক্রেতারা এক লাফে তা নাগালের বাইরে চলে গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) সরেজমিনে যাত্রাবাড়ী বউবাজারে গিয়ে অনেকে ক্রেতাকে ধাক্কা খেতে দেখা গেছে। কেউ কেউ প্রতিক্রিয়াও দেখিয়েছেন। বাজারটিতে প্রতি কেজি পেঁয়াজ ১৮০ টাকা থেকে ১৯০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। প্রয়োজনের তুলনায় কম পেঁয়াজ কিনে অনেকেই ঘরে ফিরেছেন। তবে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চাইলে খুচরা ব্যবসায়ী রফিকুল ইসলাম বললেন, সামনে রমজান, এখন যতোই নতুন পেঁয়াজ আমদানি হোক না কেন, দাম কমার কোনো সুযোগ নাই। তিনি বলেন, শুধু পেঁয়াজই নয়, রসুন, ছোলা, চিনি, ভোজ্য তেল ও মসলাজাতীয় সব পণ্যের দামই বেড়েছে। ব্যবসায়ীরা জানালেন, সপ্তাহ খানেক আগেও দেশি রসুনের কেজি ছিল ১৬০ টাকা। সেটাও এখন ঠেকেছে ২০০ টাকায়। ১২০ টাকা কেজি বিক্রি হওয়া আদা ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি জানান, আড়ৎ থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। দাম বাড়ার পেছনে খুচরা ব্যবসায়ীদের কোনো হাত নেই বলেও দাবি করেন তারা। [caption id="attachment_192428" align="aligncenter" width="700"] বরিশালে টিসিবির পচা পেঁয়াজ ফেলে দেয়া হচ্ছে। ছবি: প্রতিনিধি।[/caption] খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও সরকারের পেঁয়াজ আমদানির এমন সিদ্ধান্ত মূলত আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে। আর মাত্র তিন মাস পর এপ্রিলের শেষ সপ্তাহেই রমজান শুরু হবে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রজমান ঘিরে অসাধু ব্যাবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়ায়। চাহিদা থাকায় আর সব পণ্যের সঙ্গে দাম বেড়েছে পেঁয়াজেরও। গেল বছরে হঠাৎ করেই পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নানা চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনা যায়নি। বলা হচ্ছিল, দেশি নতুন পেঁয়াজ বাজারে উঠলে দাম কমে আসবে। তবে সেই আশাবাদ সফল হয়নি। এর মধ্যেই রমজানকে সামনে রেখে সব পণ্যের দাম বাড়ানোর লক্ষ্মণ দেখা যাচ্ছে। তবে এমনিতেই ঝাঁঝ বেড়ে যাওয়া পেঁয়াজের দাম যেন রমজান ঘিরে বেড়ে যেতে না পারে সেজন্য আগেভাবেই আমদানির ঘোষণা দিয়েছেন সরকার। তবে ইতোমধ্যে পেঁয়াজ নিয়ে চরম বিপাকে পড়েছেন টিসিবি ডিলাররা। প্রথমে সাধারণ মানুষ প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিনতে পেরেছিলো। এরপর ৪০ টাকা ও বর্তমানে ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি হলেও আগের মতো ক্রেতাদের ভিড় নেই। তাই দেশের বিভিন্ন জায়গায় টিসিবির গুদামে পেঁয়াজ নষ্ট হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার সঙ্গে টিসিবির ডিলারদের এমন বক্তব্যের কোনো মিলই পাওয়া যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App