×

মুক্তচিন্তা

পর্যটন অর্থনীতি সম্ভাবনা ও বাস্তবতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০, ০৭:৩১ পিএম

পর্যটন অর্থনীতি সম্ভাবনা ও বাস্তবতা
পর্যটনের অপার সম্ভাবনা আর সমৃদ্ধিশালী বাংলাদেশ। আমাদের রয়েছে অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য, হাজার বছরের প্রাচীন পুরাকীর্তি, ঐতিহ্য, ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, জাতিগত বৈচিত্র্য, সমৃদ্ধ হস্ত ও কুটির শিল্প। আরো রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, সবুজ পাহাড় ঘেরা পার্বত্য অঞ্চল, বিভিন্ন নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনযাত্রা। বাংলাদেশ তার উষ্ণ আতিথেয়তা, শিল্পকলার ঐতিহ্য ও সংস্কৃতির জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। সর্বোপরি বাংলাদেশ বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের আবাসভ‚মি। এসব পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলে ধরার জন্য প্রয়োজন তথ্য প্রযুক্তিভিত্তিক প্রচার ব্যবস্থা। পর্যটনের প্রচারে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে একটি অন্যতম পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব। ২০১৮ সালে বিশ্বের মোট কর্মসংস্থানের ১০ শতাংশ সৃষ্টি হয়েছে পর্যটন খাতে। আগামী বছরগুলোতে সেই হার আরো বেশ কয়েক শতাংশ বাড়বে। গত বছর প্রকাশিত বিশ্ব অর্থনৈতিক পরিষদের (ডব্লিউইএফ) ভ্রমণ ও পর্যটনবিষয়ক সূচকে দেখা গেছে, বাংলাদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে এ হার ১ দশমিক ৯ শতাংশ। সংস্থাটির হিসাবে, বাংলাদেশের মোট কর্মসংস্থানের ১ দশমিক ৯ শতাংশ বা ১১ লাখ ৮০ হাজার ৫০০ জন পর্যটনের সঙ্গে যুক্ত। পর্যটন কর্মসংস্থানে পিছিয়ে থাকার জন্য অনেক কারণকে চিহ্নিত করা যায়। এর মধ্যে রয়েছে দক্ষ অভিজ্ঞ জনবলের অভাব, পর্যটনকে আলাদাভাবে শিল্প হিসেবে ঘোষণা করার পরও যথাযথ গুরুত্ব না পাওয়া, পর্যটন নীতিকে আইনে পরিণত না করা, পর্যটন সংশ্লিষ্ট পেশায় আগ্রহী ব্যক্তিদের সামাজিক প্রতিবন্ধকতা প্রভৃতি কারণ। এ পেশায় এতদিনেও নিশ্চয়তা আসেনি। পর্যটন পেশায় আকৃষ্ট হওয়ার মতো পরিবেশ, প্রেক্ষাপট সৃষ্টি হয়নি আজো। তরুণ প্রজন্ম পর্যটনকে সম্ভাবনাময় খাত বিবেচনা করলেও পর্যটন সংশ্লিষ্ট পেশায় নিজেদের জড়ানোর মতো অনুক‚ল ভাবতে পারছে না। এ ক্ষেত্রে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষ ও অভিজ্ঞ মানবসম্পদ সৃষ্টির ব্যাপারে সরকারি প্রচেষ্টা সন্তোষজনক এবং যথেষ্ট নয় মোটেও। পর্যটন পেশায় ক্যারিয়ার গড়ে তোলার জন্য প্রয়োজন উন্নত এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ। আমাদের পর্যটন শিল্প যেভাবে বিকশিত হওয়ার সুযোগ ছিল তা এখন পর্যন্ত হয়নি। দেশের পর্যটন নিয়ে কাজ করছে বাংলাদেশ পর্যটন বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন। তাদের উভয়ের প্রকল্প বাস্তবায়নে ধীরগতি একটি বড় সমস্যা। পর্যটন শিল্প নিয়ে সমন্বিত উদ্যোগ না থাকার কারণে প্রত্যাশিত সাফল্য পাওয়া যাচ্ছে না। আগামী দিনগুলোতে পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারলে দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে। এর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ বাড়বে। পর্যটন শিল্পের বিকাশ শুধু বৈদেশিক মুদ্রা উপার্জন নয়, বাংলাদেশকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। হ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App