×

মুক্তচিন্তা

ক্রিকেটে সাকিবময় এক দশক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০, ০৭:২৫ পিএম

ক্রিকেটে সাকিবময় এক দশক

ছবি: ইন্টার্নেট

বাংলাদেশ ক্রিকেটের বড় বিজ্ঞাপন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব ২০০৯ সালে প্রথমবারের মতো টেস্টে এক নম্বর অলরাউন্ডার হওয়ার পর ধীরে ধীরে তিন ফরম্যাটেই নিজেকে এক নম্বর অলরাউন্ডারে পরিণত করেন এবং একাধিকবার একই সময়ে তিন ফরম্যাটেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন তিনি। গত এক দশকে নিজ দেশের হয়ে সেরা ক্রিকেটার হওয়া ছাড়াও ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন ম্যাগাজিন কর্তৃক ঘোষিত গত এক দশকের সেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। এ ছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক ঘোষিত গত দশকের সেরা ওয়ানডে একাদশে আছেন সাকিব আল হাসান, জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকবাজ কর্তৃক ঘোষিত দলেও জায়গা করে নিয়েছেন সাকিব। গত দশকে ওয়ানডেতে অলরাউন্ডার হিসেবে সর্বোচ্চ ৪ হাজার ২৭৬ রান ও ১৭৭ উইকেট শিকার করেন। দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৪১৮ উইকেট শিকার ও ৮ হাজার ৮৬১ রান করেছেন সাকিব, যা আন্তর্জাতিক ক্রিকেটেও গত দশকে সেরা অলরাউন্ড পারফরম্যান্স। অবাক করা বিষয়, সাকিব ছাড়া আর কোনো অলরাউন্ডারই এই সময়ে ৫ হাজার রান ও ৪০০ উইকেট নিতে পারেননি। এই সময়ে সাকিব তিন ফরম্যাট মিলিয়ে দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৮ হাজার ৮৬১ রান করেন। যার মধ্যে টেস্টে ৩ হাজার ১৪৭, ওয়ানডেতে ৪ হাজার ২৭৬ ও টি-টোয়েন্টি ফরম্যাটে ১ হাজার ৪৩৮ রান করেন। টি-টোয়েন্টির ১ হাজার ৪৩৮ রান গত দশকে দেশের হয়ে সর্বোচ্চ রান। বল হাতে ৪১৮ উইকেট দেশের হয়ে সর্বোচ্চ সফলতা। যার মধ্যে টেস্টে ১৬২ উইকেট, ওয়ানডেতে ১৭৭ উইকেট ও টি-টোয়েন্টিতে ৭৯ উইকেট শিকার করেন। তিন ফরম্যাটেই এই সময়ে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব। ওয়ানডেতে ১৭৭ উইকেট শিকার ছিল গত দশকে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। টি-টোয়েন্টিতে ৭৯ উইকেট শিকার ছিল তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। ১৯৭৫ সাল থেকে নিয়মিত আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে পারফর্ম করা ক্রিকেটারদের মধ্যে গত দশক হিসেবে চলতি বছরে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপেই সাকিব আল হাসান বিশ্বকাপের ইতিহাসে অলরাউন্ডার হিসেবে সর্বোচ্চ পারফর্ম করেছেন। এই আসরে তিনি তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান ও বল হাতে ১১ উইকেট শিকার করেছেন। এক আসরে সাকিবের ৬০৬ রান ও ১১ উইকেট শিকার ছিল বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে সর্বোচ্চ সফলতা। গত দশকে দেশসেরা হওয়ার পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আর অলরাউন্ডারদের মধ্যে সাকিবের একচ্ছত্র আধিপত্য ছিল। ৩৩ বছর বয়সী সাকিব পরবর্তী দশকেও দেশসেরা হওয়ার পাশাপাশি বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, কোটি কোটি ক্রীড়াপ্রেমী বাংলাদেশিদের এই প্রত্যাশা। শিক্ষার্থী, বিজেম, ঢাকা। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App