×

জাতীয়

কুইজের পুরস্কার বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০, ১০:১৭ পিএম

কুইজের পুরস্কার বিতরণ
কুইজের পুরস্কার বিতরণ
ইংল্যান্ড-ওয়ালস বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয়নি। দশ দলের অংশগ্রহণের বিশ্বকাপে ৩ জয় নিয়ে অষ্টম স্থান অর্জন করে টাইগাররা। ব্যাটে-বলে সাকিব-মোস্তাফিজ ঝলক বিশ্ববাসী অনেক দিন স্মরণে রাখবে। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে নাটকীয় জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেন স্বাগতিক ইংল্যান্ড। বিশ্বকাপ শেষে মার্সেল-ভোরের কাগজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কুইজের প্রথম এবং দ্বিতীয় পর্বের ড্র অনুষ্ঠিত হলেও বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে ভোরের কাগজ পত্রিকা অফিসের কনফারেন্স রুমে মার্সেল-ভোরের কাগজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কুইজের প্রথম এবং দ্বিতীয় পর্বের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, মো. হুমায়ুন কবির নির্বাহী পরিচালক মার্কেটিং মার্সেল, মুজাহিদুল ইসলাম ডেপুটি অপারেটিভ ডিরেক্টর হেড অব সার্ভিস মার্সেল ও আরজু হোসেন সিনিয়র অফিসার মার্কেটিং মার্সেল। এ সময় উপস্থিত ছিলেন ভোরের কাগজের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও অর্থ ব্যবস্থাপক মো. আবদুল করিম (সোহাগ), বিজ্ঞাপন ব্যবস্থাপক এস এম এ রাজ্জাক, প্রশাসনিক ব্যবস্থাপক সুজন নন্দী মজুমদার, চিফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন, হেড অব স্পোর্টস শামসুজ্জামান শামস, বিজ্ঞাপন উপব্যবস্থাপক ফেরদৌস আক্তার বীথি, সিনিয়র বিজ্ঞাপন নির্বাহী গোবিন্দ সাহা, প্রশাসনিক কর্মকর্তা আমবারিন খান ও সার্কুলেশন ব্যবস্থাপক মো. তছলিম চৌধুরী। ভোরের কাগজ-মার্সেল বিশ্বকাপ ক্রিকেট কুইজের প্রথম পর্বের ১ম পুরস্কার মার্সেল রেফ্রিজারেটর জিতেছেন মামুন, ২য় পুরস্কার মার্সেল ৩২ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন তনমনা বৈষ্ণব, ৩য় পুরস্কার মার্সেল ২৪ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন রায়হান ইসলাম, ৪র্থ পুরস্কার মার্সেল ব্লেন্ডার ৫টি বিজয়ীরা হলেন দিলরুবা আক্তার, ইবতিসাম আহমেদ, নিপা, ফাহিম হমান ও অহনা। ৫ম পুরস্কার ৫টি মার্সেল রাইস কুকার জিতেছেন মো. শুভ, সোমেন চৌধুরী, আকলিমা আক্তার, কল্যাণ ও মো. আহসান হাবীব। মার্সেল-ভোরের কাগজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কুইজের দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার মার্সেল ৪৩ ইঞ্চি এলইডি টিভি জিতে নিয়েছেন রহিমা বেগম, ২য় পুরস্কার মার্সেল রেফ্রিজারেটর জিতেছেন তানজিম মাহমুদ, ৩য় পুরস্কার মার্সেল ২৪ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন যুবরাজ, চতুর্থ পুরস্কার মার্সেল রাইস কুকার ৫টি বিজয়ীরা হলেন সাইফ খান, মিম, সুফিয়া বেগম, ফারজানা ও মো. সাকিল। ৫ম পুরস্কার মার্সেল ব্লেন্ডার ৫টি বিজয়ীরা হলেন সাব্বির মাহমুদ, আনজান, মাসুদ, এমদাদুল ও খায়রুন্নেছা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App