×

জাতীয়

এনআরসি নিয়ে উদ্বিগ্ন নয় বিজিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০, ০৩:৪৩ পিএম

এনআরসি নিয়ে উদ্বিগ্ন নয় বিজিবি

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, ভারতের নতুন নাগরিকত্ব আইন এনআরসি নিয়ে কোন উদ্বেগ নেই। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে কোনো আলোচনাও হয়নি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এনআরসির পর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বেড়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিজিবির মহাপরিচালক বলেন, গত নভেম্বর ও ডিসেম্বরে সীমান্ত দিয়ে ৪৪৫ জন অবৈধ অনুপ্রবেশ করেছেন। এদের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। অনুপ্রবেশকারী সবাই বাংলাদেশি। তাদের ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এরা কেউ কাজের সন্ধানে, কেউ আত্মীয় সঙ্গে দেখা করার জন্য ভারতে গিয়েছিলেন বলে দাবি করেন ডিজি।

অন্যান্য বছরের তুলনায় ২০১৯ সালে সীমান্ত হত্যা বেড়েছে। এ বছর সীমান্তে ৪৩ জন হত্যার শিকার হন। সীমান্ত হত্যা বাড়ার কারণ জানতে চাইলে বিজিবি ডিজি বলেন, আমাদের হিসেবে ১৯ সালে সীমান্তে ৩৫ জন মারা গেছেন। এ বিষয়ে ভারতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলনে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।

বিজিবি প্রধান আরো বলেন, মিয়ানমারের সঙ্গে ৬৭০ কিলোমিটার বর্ডারে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা রয়েছে। সহসাই এ বিষয়ে কাজ শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App