×

খেলা

হ্যান্ডবল শিরোপা জিতল বর্ডার গার্ড বাংলাদেশ

Icon

nakib

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০, ০৯:৫১ পিএম

হ্যান্ডবল শিরোপা জিতল বর্ডার গার্ড বাংলাদেশ
এক্সিম ব্যাংক ২৯তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার গতকাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ৩১-১৭ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমার্ধে বিজয়ী দল ২০-০৭ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে সোহাগ হোসেন ৮টি গোল করেন এবং বিজিত দলের পক্ষে তাজু হাসান ৯টি গোল করেন। অন্যদিকে বাংলাদেশ পুলিশ রানার্সআপ হয়। আর ৩য়/৪র্থ স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ আনসার ৩৫-২৪ গোলে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে করে ৩য় স্থান অর্জন করে। বিজয়ী দল প্রথমার্ধে ২০-১২ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে সাদ্দাম ০৯টি গোল করেন এবং বিজিত দলের পক্ষে আজাদ ১০টি গোল করেন। এবার ২৯তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রবিউল আওয়াল সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৩টায় সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক মিসেস শায়লা বুলবুল ও এক্সিম ব্যাংক লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব চাটার্জি। এছাড়া সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, ফেডারেশনের সহসভাপতি ও প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হাসান উল্লাহ খান রানা, ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ও প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সম্পাদক এস এম খালেকুজ্জামানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App