×

সারাদেশ

মাদারীপুরে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০, ০৬:২৮ পিএম

মাদারীপুরে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

মাদারীপুরের পুরানবাজার এলাকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের বাধা

মাদারীপুর শহরের পুরানবাজার এলাকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশ বাধা দিলে বিএনপি নেতা-কর্মীদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বুধবার(১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে পুরানবাজার এলাকায় এ ধস্তাধস্তির ঘটনা ঘটে। ছাত্রদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপনের লক্ষ্যে পুরানবাজার এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতা-কর্মী জড়ো হয়। এসময় ছাত্রদলের সভাপতি শাহীন মৃধার নেতৃত্বে একটি মিছিল বের হয়। এতে পুলিশ বাঁধা দিয়ে ছত্রভঙ্গের চেষ্টা করে। পরে বিএনপির নেতাকর্মীর সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক এ্যাড. জামিনুর হোসেন মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ। এসময় নেতা কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। জেলা ছাত্রদলের সভাপতি শাহিন মৃধা বলেন, আমরা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করেছিলাম, এতে পুলিশ বাঁধা দিয়েছে। ফলে স্বাধীনভাবে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর সব আয়োজন বাস্তবায়ন করতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App