×

জাতীয়

ভোরের কাগজের আনন্দ আয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০, ০৯:২৬ পিএম

ভোরের কাগজের আনন্দ আয়োজন
দিনভর আনন্দ আয়োজন, কেক কাটা, মধ্যাহ্ন ভোজ এবং একে অন্যের সঙ্গে সৌহার্দ বিনিময়ের মধ্য দিয়ে খ্রিষ্টিয় নববর্ষকে বরণ করল ভোরের কাগজ পরিবার। এ উপলক্ষে রাজধানীর মৌচাকে ভোরের কাগজ মিলনায়তনে আয়োজন করা হয়েছে এক আনন্দ সম্মিলনের। এ সময় কেক কেটে নববর্ষের শুভ সূচনা করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। এ সময় তিনি বলেন, ভোরের কাগজ একটি পরিবার। আমরা সবাই মিলে আমরা এই পরিবারের সদস্য। শুধু ঢাকা নয় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের পরিবারের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা চাই নতুন বছরে যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে, সেগুলো সবাই মিলে একসঙ্গে মোকাবেলা করবো। তিনি বলেন, বঙ্গবন্ধু তার ২৭ বছর বয়েস থেকে একটি স্বাধীন দেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন। তিনি এমন একজন মানুষ যিনি নিজের জীবনকে তুচ্ছ করে দেশকে স্বাধীন করতে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের সার্বিক উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছেন। কারণ তিনি বাঙালিকে তার হাজার বছরের ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের জন্য একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। তিনি আজ শুধু একজন শেখ মুজিব, বঙ্গবন্ধু বা জাতির জনকই নন, তিনি বাঙালির জন্য মহাকালের মহানায়ক। এমন একজন মহানায়কের জন্য বাঙালিকে হয়তো হাজার বছর অপেক্ষা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সম্পাদকের সহধর্মিনী সঞ্চিতা দত্ত, হেড অব ফিনান্স আব্দুল করিম সোহাগ, বিজ্ঞাপন ব্যবস্থাপক এস এম এ রাজ্জাক, প্রশাসনিক ব্যবস্থাপক সুজন নন্দী মজুমদার, প্রধান প্রতিবেদক খোন্দকার কাওছার হোসেন, যুগ্ম বার্তা সম্পাদক আতিকুর রহমান হাবিব, মুকুল শাহরিয়ার, অনলাইন ইনচার্জ নিয়ন মতিয়ুল,সার্কুলেশন ইনচার্জ তসলিম চৌধুরী, স্পোর্টস ইনচার্জ শামসুজ্জামান শামস প্রমূখ। পরে ভোরের কাগজ অনলাইন বিভাগে নববর্ষের কেক কাটেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের  সহধর্মিনী সঞ্চিতা দত্ত। এসময় তিনি সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। https://www.youtube.com/watch?v=752YkbX5Twc

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App