×

খেলা

ক্রিকইনফোর দশক সেরা একাদশে সাকিব

Icon

nakib

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০, ০৯:৪৬ পিএম

ক্রিকইনফোর দশক সেরা একাদশে সাকিব
ব্যক্তিগত নৈপুণ্যের কারণে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা দিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ থাকলেও দশকের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। এর আগে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন দশকসেরা ওয়ানডে একাদশেও জায়গা হয়েছে সাকিবের। শুরু হয়ে গেছে খ্রিষ্টীয় নতুন দশক ২০২০। পেছনে ফেলে আসা হয়েছে ২০১০ দশক। আন্তর্জাতিক ক্রিকেটে এ দশ বছরে অনুষ্ঠিত হয় ৩টি ওয়ানডে বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো শিরোপা জেতে ইংল্যান্ড। এর আগে ভারতের হাত ঘুরে শিরোপা পুনরুদ্ধার করেছিল অস্ট্রেলিয়া। এ দশকে ওয়ানডে ক্রিকেটে অসাধারণ উন্নতি করেছে বাংলাদেশও। আর বাংলাদেশের এই উন্নতিতে যার নাম সবার আগে উচ্চারিত হবে তিনি হলেন সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে ৩৮.৮৭ গড়ে তিনি রান করেছেন ৪ হাজার ২৭৬। বল হাতে ৩০.১৫ গড়ে নিয়েছেন ১৭৭ উইকেট। তাই ক্রিকইনফো একাদশে তার জায়গা হয়েছে অলরাউন্ডার হিসেবেই। সাকিবের সাফল্যের মুকুটে একের পর এক যুক্ত হচ্ছে নতুন পালক। উইজডেন থেকে শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া সবার বিশ্লেষণে দশকসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিন জানা গেল ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর গত একদশকের সেরা একাদশেও আছেন সাকিব আল হাসান। তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন এই অলরাউন্ডার। যিনি এখন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ এক নাম। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রাখার মাশুল গুনছেন সাকিব। তবে সাফল্যের বিচারে গত এক দশকে অপ্রতিরোধ্য তিনি। এ কারণেই একমাত্র অলরাউন্ডার হিসেবে ক্রিকইনফো দলে রেখেছে তাকে। শুধু এই দশকের অলরাউন্ডার হিসেবেই নয়। ধীরে ধীরে বাংলাদেশকে ক্রিকেটের নতুন পরাশক্তি হিসেবে গড়ে তুলতে তার ভ‚মিকা অসামান্য। রান করার পাশাপাশি দলের প্রয়োজনে উইকেট তুলে নিয়ে ভারসাম্য রাখেন এই টাইগার তারকা। ক্রিকইনফোর দশকসেরা ওয়ানডে একাদশটি গড়া হয়েছে ৬টি বিভিন্ন দেশের ক্রিকেটারের সমন্বয়ে। এরা হলেন- হাশিম আমলা, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রস টেলর, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা ও ইমরান তাহির। ক্রিকইনফোর দশকসেরা টেস্ট একাদশে অবশ্য বাংলাদেশের কারো জায়গা হয়নি। এই দলে রয়েছেন অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, বেন স্টোকস, এবি ডি ভিলিয়ার্স, রবিচন্দ্রন অশ্বিন, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন ও রঙ্গনা হেরাথ। ক্রিকইনফোর টি-টোয়েন্টি একাদশেও একই চিত্র। তবে এখানে ক্যারিবীয়দের ছড়াছড়ি। একাদশে আছেন ক্রিস গেইল, সুনীল নারাইন, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি, কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, রশিদ খান, লাসিথ মালিঙ্গা ও জসপ্রীত বুমরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App